বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল-ইয়ার্স ফোরামের পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগে করা মামলার আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত অঙ্গনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন ইউনাইটেড ল-ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক ও খোরশেদ আলম, সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।
এ সময় বক্তারা পুলিশের বিরুদ্ধে বিএনপিপন্থি আইনজীবীদের করা মামলা খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রসঙ্গত, বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশ পরে দেবেন বলে জানান। কিন্তু পরে মামলা নেওয়ার মতো উপাদান নেই উল্লেখ করে আদালত তা খারিজ করে দেন।
মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তারা হলেন, লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান, এসআই মো. শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো. মাহাবুব আলম, আব্দুর রশীদ ও রমজান মোল্লা। এ ছাড়া অজ্ঞাতনামা পুলিশ সদস্যদের আসামি করার আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের ঢাকা বার ইউনিটি সরকারের পদত্যাগের দাবিতে পদযাত্রার আয়োজন করে। ওই দিন দুপুর ১২টার দিকে তারা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা করে সিএমএম কোর্টের দিকে যাচ্ছিলেন। আদালত চত্বর থেকে বেরিয়ে প্রধান সড়কের দিকে গেলেই পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্য ধস্তাধস্তি ও সামান্য সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আইনজীবীদের অনেকে আহত হন।