বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি ও তার বিদেশে চিকিৎসার সুযোগ দিতে রবিবার (২৪ সেপ্টেম্বর) দলীয় সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার কারণ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার শরীর এতই বেশি অসুস্থ যে, চিকিৎসকরা বলেছেন— অবিলম্বে বাইরে তার চিকিৎসার ব্যবস্থা করা দরকার। সেই কারণে আমরা গতকাল (রবিবার) বলেছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনারা বাইরে তার চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায়, এর সব দায়-দায়িত্ব এই সরকারকে নিতে হবে।’
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এক সমাবেশে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সোমবার বিকালে রাজধানীর ধোলাইখাল মোড়ে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়। এদিন বিএনপি ছাড়াও রাজধানীতে গণতন্ত্র মঞ্চ খিলগাঁওয়ের তালতলা, গণঅধিকার পরিষদ (নূর) পল্টন মোড়, এলডিপি এফডিসি মোড়ে ও গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির দায়িত্বশীলরা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সিরিয়াসনেস স্পষ্ট করতেই আল্টিমেটাম দিয়েছেন মির্জা ফখরুল। এক্ষেত্রে আল্টিমেটামের সময় শেষ হলেও নতুন করে কোনও উদ্যোগ নেবে না বিএনপি। সরকারের সঙ্গে আবেদন-নিবেদন করার আর কোনও পরিকল্পনা নেই দলের। শীর্ষ নেতৃত্বের এ অবস্থানের কারণেই দলের অবস্থা ব্যক্ত করেন মির্জা ফখরুল। যদিও সরকারের পক্ষ থেকে এরইমধ্যে বলা হয়েছে, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আদালতের নির্দেশনা লাগবে।
দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘না দিলে তো কিছু করার নাই। আমরা এ বিষয়টি উল্লেখ করেছি, কারণ ম্যাডামের শারীরিক অবস্থা এমনই খারাপ যে, প্রতিটি ঘণ্টা খুব ক্রিটিক্যাল যাচ্ছে। আমরা বুঝাতে চেয়েছি, তিনি অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। প্রতিটি ঘণ্টা ম্যাটার করে। উনার বড় ক্ষতি হয়ে যাচ্ছে বিলম্বের কারণে।’
সোমবার সকালে দলের আরেক নেতা মির্জা আব্বাসও বলেছেন, ইতোমধ্যে ১২ ঘণ্টা পার হয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিন বিকালে ধোলাইখাল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ‘জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন’ উল্লেখ করে অতিদ্রুত বিদেশে তার চিকিৎসার ব্যবস্থা নিতে ফের সরকারের প্রতি দাবি জানান।
গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য সারাটা জীবন ব্যয় করেছেন, সংগ্রাম করেছেন। তিনি বার বার যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। ৯ বছর আপসহীন সংগ্রাম করেছেন এবং ৫ বছর কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন। তাকে মিথ্যা মামলায় তারা (সরকার) সাজা দিয়ে আটক করে রেখেছে।’
গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা চরম অবনতি হওয়ায় নেতা-কর্মীরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান।
সমাবেশে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘অবিলম্বে ম্যাডামকে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা নিন। খোদা না করুক. দেশনেত্রীর কিছু হলে নির্দেশ দিতে হবে না, জনগণ রাজপথে নেমে আসবে, জনগণের শক্তি সবকিছু মোকাবিলা করবে।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। সর্বশেষ গত সপ্তাহে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
খালেদা জিয়ার বিষয়ে আইনিভাবে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
সাজাপ্রাপ্ত কোন কোন নেতা বিদেশে চিকিৎসা নিয়েছেন, জানালেন মির্জা আব্বাস
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা: বিএনপির আলটিমেটামকে ‘পলিটিক্যাল স্টান্ট’ হিসেবে দেখছে আ.লীগ
খালেদা জিয়াকে নিয়ে আইনবিরোধী কথা বলছে বিএনপি: ওবায়দুল কাদের
খালেদা জিয়াকে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তির আল্টিমেটাম মির্জা ফখরুলের