X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মার্কিন পর্যবেক্ষক দলকে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৩:৫১আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:৩৩

‘ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে নির্বাচন পরিস্থিতির কোনও উন্নয়ন হয়নি, বরং আরও অবনতি হয়েছে’ বলে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলকে জানিয়েছে বিএনপি। সোমবার (৯ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠকে এ কথা বলা হয়। 

দেড় ঘণ্টার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের বিদেশ বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, ‘দেশের মানুষ যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন চায়, তেমনি সারা বিশ্বও একটা সুষ্ঠু নির্বাচন চায়। দেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই, যেটা ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন বলেছে। তারা বলেছে নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না। এখন মার্কিন এই প্রতিনিধিদল একই বিষয় নিয়ে কাজ করতে এসেছে।’

আমির খসরু বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে বলেছি—শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটার (নির্বাচন পরিস্থিতি) তো কোনও উন্নয়ন হয়নি, বরং আরও অবনতি হয়েছে। গত কয়েকটি নির্বাচন তারা ভোটাধিকার হরণ করেছে। ভোটচুরির প্রকল্প এখন আরও শক্তিশালী হয়েছে, দমন-নিপীড়ন আরও বেড়েছে।’ 

তিনি বলেন, ‘ভোটচুরিকে তারা (ক্ষমতাসীন দল) প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, লুটেরা ও ব্যবসায়ীরা মিলে একটি ভোটচুরির প্রজেক্ট করেছে। আবারও তারা ভোটচুরি প্রকল্পে কাজ করে যাচ্ছে। এগুলো থেকে মুক্তির একমাত্র উপায় এক দফা দাবি। এই দাবি প্রতিষ্ঠা করে দেশের জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে।’

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গতকাল শনিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের ৭ সদস্য। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন। প্রতিনিধি দল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলে রয়েছেন বনি গ্লিক ও জামিল জ্যাফার জো কাও। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) দলে রয়েছেন রিক ইনডারফার্থ, মারিয়া চিন আব্দুল্লাহ ও মনপ্রিত সিং আনন্দ।

বৈঠকে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল কিছু বলেছে কিনা, এমন প্রশ্নের জবাবে আমির খসরুর মন্তব্য, ‘তারা তো এসেছেন পর্যবেক্ষণের জন্য। যেমন এসেছিল ইউরোপীয় ইউনিয়ন। তারা দেশের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন—পর্যবেক্ষক পাঠাবেন কিনা।’

মার্কিন নির্বাচনি প্রতিনিধিদল কোনও কিছু ব্যাপারে বিশেষভাবে জানতে চেয়েছে কিনা এমন প্রশ্নে আমির খসরু বলেন, ‘সব ব্যাপারেই জানতে চেয়েছেন তারা।’

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে