X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ‘শান্তিপূর্ণ’ হরতাল পালন করছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৩:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪:০৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ‘শান্তিপূর্ণ’ হরতাল পালন করছে বিএনপি। এদিন সকাল থেকেই সমর্থকদের নিয়ে রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন দলটির নেতারা। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশান-১ এ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করেন নেতাকর্মীরা। সকাল ৮টায় উত্তরার জনপদ রোডে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা রিজভীর নেতৃত্বে পিকেটিং করেন।

মতিঝিলে স্বেচ্ছাসেবক দলের মিছিল

হরতালের সমর্থনে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নেতৃত্বে রাজধানীর বাংলামোটর মোড় থেকে পরীবাগ মোড় পর্যন্ত মিছিল এবং শান্তিপূর্ণ অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা।

মতিঝিলে হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়।

তেজগাঁও থানা যুবদলের আহ্বায়ক মো. জালাল মোল্লা ও হাতিরঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. বিকি নেতৃত্বে হাতিরঝিলে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদল কর্মীরা।

হরতালের সমর্থনে জুরাইনে মিছিল ও পিকেটিং করেছেন শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জুরাইন রেল গেট থেকে শুরু হয়ে ধোলাইপাড় মোড়, মীর হাজীরবাগ হয়ে দয়াগঞ্জ মোড়ে এসে শেষ হয়।

বঙ্গবাজারে ছাত্রদলের মিছিল

এদিকে পুলিশ হেড কোয়ার্টারসের পাশে বঙ্গবাজার মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল গেট পর্যন্ত মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

এই মিছিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান চাঁদকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। মিছিলের শেষ পর্যায়ে পেছন থেকে পুলিশের টহল গাড়ি মিছিলের ওপর তুলে দেওয়ার অভিযোগ করেন ছাত্রদল কর্মীরা। পরে পুলিশের লাঠিচার্জ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে হরতাল পালনে ঝাটিকা মিছিল নিয়ে বের হচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করছেন বিএনপি সঙ্গে যুগপৎ আন্দলোনে থাকা শরিক ও সমমনা রাজনৈতিক দলগুলো।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
বিএনপির নেতার মারধরে যুবদল নেতা আহত
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল