সরকারের পদত্যাগ, নির্বাচনি তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ কয়েক দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। সকালে রাজধানীর কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশকে বিক্রি করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনও দেশপ্রেম নেই। দেশ থাকলো, না থাকলো; দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলো, না থাকলো; তাতে তার কিছু যায়-আসে না। তার চাই শুধু ক্ষমতা।’
চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন জনগণ হতে দেবে না।’