X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
মুক্তিযোদ্ধা সমাবেশে মির্জা ফখরুল

পুলিশের হুইসেল-সাউন্ড গ্রেনেড শুনে পালাবে না, সেই সাহস নিয়ে দাঁড়াতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ১৫:৫৬আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬:০৭

বিএনপির তরুণ নেতাকর্মীদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কেবল স্লোগান দিলে হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে। পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না। সাউন্ড গ্রেনেড শুনলে পালাবে না। আমাদের একজন মুক্তিযোদ্ধা নেতা বলেছেন, ইনফ্যান্ট্রি (সম্মুখ সমরে যে বাহিনী থাকে) যদি শক্তিশালী না হয়, তাহলে যুদ্ধ কে করবে। সেই ইনফ্যান্ট্রি শক্তিশালী করতে হবে।’

সোমবার (২৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, ভয়াবহ রকম শক্তিশালী করতে হবে। যারা একটি পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না। সাউন্ড গ্রেনেড শুনলে পালাবে না। যারা রাস্তায় অনড়প্রাণ দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই ধরনের মানুষ তৈরি করতে হবে। সেই সাহস বুকে নিয়ে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক লড়াই এত সহজ নয়। আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে— আমাদের অগণিত নেতাকর্মীর প্রচেষ্টায় ১৫ বছর ধরে আন্দোলন চালিয়ে গেছি। বিশেষ করে আমাদের ২২ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। এখনও কারাগারে আছেন অনেক নেতা।’

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গে টেনে এনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে তরুণদের মাঠে আনতে হয়, কীভাবে নারীদের মাঠে আনতে হয়। আমাদের চেয়ে কম অত্যাচার তাদের ওপর হয়নি। তারা সেনানিবাস আক্রমণ করেছিল। তারা মার্কিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

এ প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘পাকিস্তানে এই অবস্থান নিয়ে রাজনীতিতে কেউ কোনও দিন টিকতে পারেনি। ইমরান খান জেলে চলে গেছে, ৩৪ বছর সাজা হয়েছে। তার দুই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জোর করে দলবদল করা হয়েছে। তার মার্কাও নিয়ে নিয়েছে। তারপরও জেলে বসে তখন তিনি সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচনে যাও।’

কারাগারে থাকা দলের তরুণ কয়েকজন নেতার নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সাড়ে তিন মাসে অসংখ্য ছাত্রনেতার পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। পায়ের রগগুলো তুলে নিয়েছে। এত অত্যাচার, এত নির্যাতন গেছে আমাদের ওপর দিয়ে। ছাত্রনেতাদের ওপর দিয়ে। গ্রামের মানুষের অবস্থা আরও খারাপ। কেউ কারও বাড়িতে যেতে পারে না। বনে জঙ্গলে দিন কাটায় অনেকে।’

‘যখনই কোনও মানুষ বিপ্লব করতে চায়, ঘুরে দাঁড়াতে চায়—তখনই তাকে তুলে ফেলা হয়’ বলে অভিযোগ করেন ফখরুল। তার ভাষ্য, ‘বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বলে ভিন্ন কায়দায় ও ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে।’

২০১৪ সালে নির্বাচনে কেউ অংশ নেয়নি, কেউ যেন অংশ নিতে না পারে, সেই ব্যবস্থা করেছিল সরকার, এমন অভিযোগ করে তিনি বলেন, ‘২০১৮ সালে রাতে নির্বাচন করেছে। আর এবার এক নাটকীয় মাধ্যমে নিজেরা ডামি প্রার্থী দিয়ে নিজেরাই ভোট করেছে। বিরোধী দল হিসেবে যারা দাবি করে, তাদেরও আসন কর্তন করা হয়েছে। এ নির্বাচন কেউ গ্রহণ করেনি। দেশের জনগণ ভোট দেয়নি। এমনকি বিশ্ব এই নির্বাচন গ্রহণ করেনি।’

একটি শাসকগোষ্ঠী এই দেশের মানুষের বুকের ওপর চেপে বসে আছে—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘এদের কোনও নৈতিক অধিকার নেই, শাসনতন্ত্র ও সাংবিধানিক অধিকার নেই চেয়ারগুলোতে বসে থাকার, শাসন করবার।’

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
সর্বশেষ খবর
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই