X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

তিস্তার জলে ভোট আনতে চায় বিএনপি?

সালমান তারেক শাকিল
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৯

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পাড়ের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। কর্মসূচিতে সমাপনী বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাকে কেন্দ্র করে এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক পক্ষগুলোকে ‘সুনির্দিষ্ট বার্তা’ দিয়েছে বলে মনে করেন নেতারা।

মঙ্গলবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত একাধিক শীর্ষ নেতা জানান, তিস্তার পানির ন্যায্যতা আদায়ের বিষয়টি প্রধান কারণ হলেও রাজনৈতিকভাবে আরও কয়েকটি ইস্যু যুক্ত রয়েছে। এর মধ্যে অন্যতম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট আদায়, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক নেগোশিয়েট সৃষ্টি করা।

তিস্তা পাড়ের দুদিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এখানে মানুষ একত্রিত হয়েছে ন্যায্য হিস্যা আদায়ের জন্য। এত মানুষ, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।’

এক্ষেত্রে নির্বাচনি লক্ষ্য কতখানি, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘এসব ন্যাশনাল প্রবলেম। বিএনপি ক্ষমতায় গেলে ন্যাশনাল এসব ইস্যুতে জনগণের সমর্থনের ভিত্তিতে কাজ করবে। এসব বিষয়ে বার্গেনিং করা, জনগণের সমর্থন থাকা অপরিহার্য। আওয়ামী লীগের তো জনগণের কোনও সমর্থন ছিল না। তিস্তার পানির ইস্যুতে ভারতকেও আলোচনায় আসতে হবে।’

১৭ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে অনুষ্ঠিত কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অতিথি হিসেবে অংশ নেন। মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের রায় হচ্ছে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে পররাষ্ট্রনীতি তৈরি করবে। বিগত আমলে গদি রক্ষার যে পররাষ্ট্রনীতি তা থেকে বের হয়ে প্রকাশ্যে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, অভিন্ন নদীর অববাহিকা রক্ষার জন্য যে পানি রাখা প্রয়োজন, সেই পানি রেখে ন্যায্য বণ্টনের আলোচনা তুলতে হবে।’

গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা আরও যোগ করেন, ‘সেই পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য বিএনপির উদ্যোগে তিস্তা পাড়ে বিভিন্ন দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে।’

তিস্তার অভিমুখে পদযাত্রা, ছবি: সংগৃহীত

এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারাজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু হয়। ডালিয়ায় তিস্তা ব্যারাজের কাছে সমাবেশের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন। বিএনপির উদ্যোগে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ ব্যানারে এই কর্মসূচি সমন্বয় করেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, অবস্থান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রকল্প যাচ্ছে কার কাছে?

গত কয়েক বছর ধরেই তিস্তা প্রকল্প নির্মাণ নিয়ে ভারত ও চীনের সঙ্গে দরকষাকষিতে ছিল আওয়ামী লীগ সরকার। গত বছরের জুনে জাতীয় সংসদে শেখ হাসিনা বলেছিলেন, ‘চীনের ঋণ নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বিশদ সমীক্ষা করতে দেশটি যে পরামর্শ দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’ ওই সময় তিনি চীনের কাছ থেকে ঋণ পেতে আগ্রহ প্রকাশ করেন।

সংসদে প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী (বর্তমানে ভারতে অবস্থানরত) এও জানান, চীন সরকারের আর্থিক সুবিধা নিয়ে বিশদ সমীক্ষাও করা হয়। যদিও পরের মাসেই শেখ হাসিনা তার অবস্থান পাল্টে ফেলেন। গত বছরের ১৪ জুলাই গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশেরই আগ্রহ আছে। তবে, তিনি চান তিস্তা প্রকল্প ভারতই বাস্তবায়ন করুক। প্রসঙ্গত, ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘রাজাকারের সন্তান’ বক্তব্যটিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র মাত্রা পায়।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের পক্ষ থেকে দফায় দফায় বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রয়েছে। তবে দলীয়ভাবে প্রকল্পটি কোন দেশকে দেওয়া হবে—এ নিয়ে শীর্ষ নেতৃত্বের কৌশল পুরোপুরি স্পষ্ট নন কোনও কোনও নেতা।

স্থায়ী কমিটির এক সদস্য মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতকে চাপে রাখতে চীনের সঙ্গে দরকষাকষির বিষয়টি আসবেই।’

এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্য—তিস্তায় পানি থাকলে ১৫ লাখ টন চাল এক্সট্রা হতো। মানুষের ভাগ্যের পরিবর্তন হতো। দেশের খাদ্য নিরাপত্তা সংহত হবে। এটি জীবন-জীবিকা, প্রাণ-প্রকৃতি ও উন্নয়নের সঙ্গে যুক্ত।’

তিনি বলেন, ‘ভারত যদি এ বিষয়ে না করে তাহলে আমাদের পথ তো বেছে নিতে হবে। পানির অভাবে তো দেশের মানুষের জীবন যেতে পারে না।’

তবে বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্যের পর্যবেক্ষণ, ‘ভারতের সঙ্গে দলের পররাষ্ট্রনীতি কী হবে, তা এখনও স্পষ্ট না। বিশেষ করে দলের অবস্থান ব্যালেন্সিং থাকবে নাকি পপুলিস্ট পলিটিক্স হবে—এটি বিবেচ্য।’

দলের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, বিএনপির উচ্চ পর্যায়ে কনভিন্স করার চেষ্টা করছে চীন। তবে চীনের পাল্লায় দল পড়বে কিনা, নাকি ভারতকে ছাড় দেওয়া হবে, তা সময়েই স্পষ্ট হয়ে যাবে।

সমাপনী বক্তব্যে মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘প্রতিবেশী দেশ যদি আমাদের তিস্তা ন্যায্যতা না দেয়, তাহলে তাদের দিকে তাকিয়ে থাকা যাবে না। আমাদেরটা আমাদেরই চিন্তা করতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু করতে হবে।

তিনি উল্লেখ করেন, তিস্তার ন্যায্য পানি আদায়ের জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে। এ পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ অপ্রতিবেশীমূলক আচরণ করছে। ৫০ বছর যাবৎ ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। এখন আবার এসেছে তিস্তার অভিশাপ। প্রতিবেশী দেশের অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে তিস্তা পাড়ের লাখো মানুষ বন্যায় এবং খরায় জীবনযাপন করছেন। এর ফলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে।’

ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখছেন তারেক রহমান

তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতি বছর বর্ষায় নদীটির ক্ষতি হয় এক লাখ কোটি টাকার ওপরে।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, মূলত উত্তরাঞ্চলের সংসদীয় আসন নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে ভাবনা রয়েছে। রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সংসদীয় আসনগুলোতে বিএনপির নিশ্চিত বিজয়ের সম্ভাবনার দিক বিবেচনা করেই তিস্তা ইস্যুটিকে সামনে এনেছে দল।

দলের একাধিক কেন্দ্রীয় নেতাকর্মীরা মনে করেন, মূলত ভোটের রাজনীতি, আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি ‘আন্তর্জাতিক নেগোশিয়েশনের’ বিষয়টিও রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও আসাদুল হাবিব দুলুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’