প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে তার বাসভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ।
শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে তারা সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়াও রাতেই জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।