X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

‘ভারতের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভারতের বোঝা উচিত, তাদের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে।

রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘বাংলাদেশ বিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উসকানি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে সবগুলো দলের প্রধান উপদেষ্টাকে বলেছেন— আমরা দেশের জন্য জীবন দিতে পারি। বাংলাদেশের ওপর যে আগ্রাসন চলছে, তা আমরা মেনে নিতে পারি না। আমরা সবাই শহীদ হতে রাজি আছি। কিন্তু প্রতিবেশী দেশের এই আগ্রাসন মেনে নিতে পারি না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অথবা ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয়। তারা নাকি হাত কাটে, রগ কাটে। আমাদের দুজন মন্ত্রী ছিলেন, যাদের ব্যাপারে এক টাকার দুর্নীতির অভিযোগ আসেনি। ইসলাম যদি খারাপ হয়, জঙ্গি হয়, মানুষ মারে— তাহলে তারা তো আকাম-কুকাম করার কথা। কিন্তু তাদের কোনও দুর্নীতি পাওয়া যায়নি। এটা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে। শিবিরের সদস্যরা তো বিড়ি খায় না, মদ খায় না, কোনও মানুষের টাকা ছিনতাই করে না। চরিত্র খারাপ নয়, সবসময় নামাজ পড়ে। মানুষকে ভালো কথা বলে।

তিনি বলেন, যারা আয়নাঘর, গায়েবি মামলাসহ বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে— তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে। জুলুম করে জালেম পালিয়েছে। তারা চায় ৫ আগস্টের অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়। অন্তর্বর্তী সরকার যাতে কোনও ধরনের কাজ করতে না পারে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য চিরদিন ঐক্যবদ্ধ ছিল। আগামীদিনেও ঐক্যবদ্ধ হয়ে তারা এ দেশকে রক্ষা করবে। 

জামায়াতের এই নায়েবে আমীর বলেন, পতিত স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবারও এসে জেকে বসেছে এরকম ইতিহাস নেই। যে পালিয়েছে সে আর ফিরে আসতে পারবে না।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতেই এই চক্রান্ত করা হচ্ছে।  স্বৈরাচারের পতনকে ভারত ভালোভাবে নেয়নি। 

তিনি বলেন, ভারতের সেভেন সিস্টার দখলের কথা বাংলাদেশের জনগণের মাথায়ও নেই, তাদের এগুলো ভাবার সময়ও নেই। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল— আওয়ামী লীগ সরকার না থাকলে সেভেন সিস্টারে ঝামেলা হবে। সেটাই ভারতের নেতাদের মাথাব্যথার কারণ। 

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে সাতক্ষীরা মহিলা জামায়াতের মানববন্ধন
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
সর্বশেষ খবর
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল