X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক। আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। তবে তিনি মনে করেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধিদল।

বৈঠকে জামায়াতের পক্ষ হতে ২৩ দফা দাবি উপস্থাপন কর হয়। এবং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা চাই, নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হোক।"

তিনি জানান, জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে এবং সংসদ কার্যকরের জন্য এটি প্রয়োজন বলে মনে করে। পাশাপাশি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করার দাবি জানানো হয় ইসিতে। এছাড়া সকলের অধিকারের স্বার্থে রাজনৈতিক দলের নিবন্ধনে কঠোর আইনবিধি বাতিল করা উচিত বলে উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি বলেন, '৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে দলের নিবন্ধন নিয়ে আইনি জটিলতা রয়েছে, যা বর্তমানে আদালতে পেন্ডিং রয়েছে। আশাবাদী যে, ন্যায়বিচার পেয়ে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো।'

এ সময় জামায়াতে ইসলামী জাতিসংঘের সব ইমেইলের রেসপন্স করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন নির্বাচন কমিশন (ইসি) ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করে। ২০০৮ সালের ৪ নভেম্বর দলটি নিবন্ধন পেলেও ২০১৩ সালে হাইকোর্টের রায়ে সেটি অবৈধ ঘোষণা করা হয়।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
জুলাই ব্যর্থ হয়েছে এ কথা বলার সময় এখনও আসেনি: আব্দুল্লাহ তাহের
‘সেই তুষার জামায়াতের কেউ নন’
জাতীয় ঐকমত্য গঠনে শতভাগ একমত হওয়া প্রায় অসম্ভব: তাহের
সর্বশেষ খবর
চট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন