X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবো না: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ২২:১৪আপডেট : ১২ জুন ২০২৩, ২২:৩১

বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কোনও নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। সোমবার (১২ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ অভিমত ব্যক্ত করেন তিনি। বর্তমান সংসদে প্রাণ খুলে কথা বলা যায় বলেও এ সময় উল্লেখ করেন বিরোধী দলের চিফ হুইপ।

নিজের অবস্থান তুলে ধরে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত রাঙ্গা বলেন, ‘একবার নয় আমরা তিনবার আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছি। আমরা বিএনপির সঙ্গে জীবনেও নির্বাচন করিনি। আমি অন্তত তাদের অ্যালায়েন্সে কোনও নির্বাচনে অংশগ্রহণ করবো না। কথা দিলাম। আপনি লিখে রাখেন। ’

তিনি বলেন, ‘আমরা ২০১৪ সালে নির্বাচন করেছি আওয়ামী লীগের সঙ্গে। ২০১৮ সালেও অ্যালায়েন্স করে নির্বাচন করেছি আওয়ামী লীগের সঙ্গে। আমরা এখন বলতে পারি ভেঙে দিলাম। দ্যাটস অ্যানাদার কোশ্চেন। যারা নেতৃত্বে আছেন তারা এটা বলতে পারেন।’

রাঙ্গা বলেন, ‘আমরা অ্যালায়েন্স করে প্রধানমন্ত্রীর মহানুভবতার ফলে আমরা কথা বলতে পারি। আমরা সংসদে আসতে পারি। আমাদের তো মানা করা হয়নি যে আপনি সংসদে এ কথা বলতে পারবেন না। আমরা সংসদে কথা বলতে পারি। আমরা সংসদে প্রাণ খুলে কথা বলতে পারি।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘শতভাগ বিদ্যুৎ গঙ্গাচড়ায় (রংপুরে রাঙ্গার নির্বাচনি এলাকা) দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ আর থাকে না। জানি, করোনা ও যুদ্ধকালীন সময়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। জেনেছি যে সমস্যাগুলো রয়েছে, আর দুই সপ্তাহের মধ্যে তা থাকবে না। বিদ্যুতের ঘাটতি থাকবে না। সারা দেশে বিদ্যুৎ পাওয়া যাবে। মানুষ এখন বিদ্যুতে অভ্যস্ত হয়ে পড়েছে। গরুর জন্যও ফ্যান চালিয়ে রাখেন।’

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গাকে ঝেটিয়ে বিদায় করেছেন। গঙ্গাচড়ায় কোনও মঙ্গা নেই। একটি মানুষও না খেয়ে মরে না। তিস্তা নদীর ওপর একটি ব্রিজ করে দিয়েছেন। আমি ওই ব্রিজের নামটা ওনার নামেই করে দিয়েছি। সরকারের উন্নয়ন অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত উন্নয়ন অনেকের সহ্যই হয় না। সরকারের উন্নয়ন দেখে এখন অনেকের বুকটা ফাইট্টা যায়।’

খালেদা জিয়ার নাম উল্লেখ না করে রাঙ্গা বলেন, ‘একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েও (খালেদা জিয়া) জেলে না থেকে বাড়িতে রয়েছেন। প্রধানমন্ত্রীকে যদি প্রশ্ন করি, কীসের কারণে এটা করলেন? কেন তাকে সারভেন্ট দিতে হয়?’

তিনি বলেন, ‘আমরা সরকারের নিন্দাও করবো, ভালো জিনিসগুলোও বলবো। না বললে প্রধানমন্ত্রী উৎসাহ পাবেন না। করবেনও না। আমরা বললে ওনারা উদ্যমী হবেন।’ 

 

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অন্তর্বর্তীকালীন সরকার, আইন কী বলে
প্রধানমন্ত্রীর লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে: পঙ্কজ নাথ
সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে?
সর্বশেষ খবর
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
ফেরত পাঠানো হলো ৩৪ সেনা-বিজিপিসহ মিয়ানমারের ৪০ নাগরিককে
ফেরত পাঠানো হলো ৩৪ সেনা-বিজিপিসহ মিয়ানমারের ৪০ নাগরিককে
৩৩ মামলার ১৫টিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
৩৩ মামলার ১৫টিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত