X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

রওশনকে নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি ফেক: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৪:৫৬আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৪:৫৬

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ‘জাতীয় পার্টির চেয়ারম্যান’ করা হয়েছে এবং ‘জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে’ – এমন খবরকে ‘ফেক’ অভিহিত করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে তিনি এক ভিডিও বার্তায় এ দাবি করেন।

এর আগে, মঙ্গলবার সকালে কাজী লুৎফুল কবীর নামে এক ব্যক্তি নিজে ‘প্রেস নোট (জাপা)’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ’।

পরে খোঁজ নিয়ে জানা যায়, রওশন এরশাদের নামে ইস্যু করা এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি তিনি নিজেও জানেন না। আবার কো-চেয়ারম্যান হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা নিজেরাও বিষয়টি জানেন না।

এ প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগ করলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ এর সঙ্গে কথা বলা যায়নি।

এ প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘এটা ফেক নিউজ। যাদের নাম উল্লেখ করা হয়েছে, দলের কো-চেয়ারম্যান, তারা এ সিদ্ধান্তে কোনও সাইন করেননি। গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারে না। কাউকে অব্যাহতি দিতেও পারে না। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।’

তার মন্তব্য, ‘এ ধরনের কোনও ঘটনা জাতীয় পার্টিতে ঘটে নাই।’ নেতাকর্মীদের বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানান চুন্নু।

এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা খুব ফালতু হয়েছে। এসব কিছু জানি না। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বেই ঐক্যবদ্ধ।’

আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা গণমাধ্যমে বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। জিএম কাদেরকে তথাকথিত অব্যাহতির বিষয়ে আমি কোনও স্বাক্ষর করিনি। যারা এগুলো করছেন তারা দলকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছেন।’

এদিকে, রওশন এরশাদের নাম ব্যবহার করে প্রেস বিজ্ঞপ্তিকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
রওশনের আসন ফাঁকা রেখে, সাদকে বাদ দিয়ে ২৮৭ প্রার্থী ঘোষণা জাপার
রংপুর-৩ আসন নিয়ে আবারও কাদের-রওশন দ্বন্দ্ব
রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন জিএম কাদের
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির অবসান গাজাবাসীর জন্য ‘দু্ঃস্বপ্ন’: জাতিসংঘ
যুদ্ধবিরতির অবসান গাজাবাসীর জন্য ‘দু্ঃস্বপ্ন’: জাতিসংঘ
উত্তরা বিশ্ববিদ্যালয়ে ‘ইইই ডে’ উদযাপন
উত্তরা বিশ্ববিদ্যালয়ে ‘ইইই ডে’ উদযাপন
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল
বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন