X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘যতই হুঙ্কার দিক, এই সরকারের নৈতিক ভিত্তি নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খালেদা জিয়া সরকার যতই হুঙ্কার দিক, তাদের নৈতিক কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নৈতিক দিক থেকে এই সরকার অবৈধ। এই সরকার যতই হুঙ্কার দিক, তাদের কোনও নৈতিক সাহস ও মনোবল নেই।’
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘সংসদে প্রকৃত বিরোধী দল নেই। শাসকদের কোথাও কোনও জবাবদিহিতা নেই। সশস্ত্রবাহিনী সম্পর্কে বৈরী প্রচারণা চালানো হচ্ছে। হীন পন্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।’
খালেদা জিয়া বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ধোঁকা দিয়ে এখন মোটা চালের দাম করা হয়েছে ৫০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব পণ্যের দাম। এই দুঃসহ অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। তাদের অধিকার তারা ফিরে পেতে চায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘জনগণের সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করি। সেই সংগ্রামে দুঃসহ বন্দি জীবন কাটাচ্ছে অগণিত নেতাকর্মী, অসংখ্য মানুষ। হামলা-মামলার শিকার হচ্ছে।’
খালেদা জিয়া বলেন, ‘এই রক্তপিপাসু শাসকদের হাত থেকে গণতন্ত্র রক্ষা সহজসাধ্য কাজ না। জনগণ পরাজিত হবে না। যে কলঙ্কের ইতিহাস তারা রচনা করেছে, তার ছাপ চিরস্থায়ী হয়ে থাকবে।’
এর আগে, বিকাল ৫টা ৬ মিনিটে সংবাদ সম্মেলনে উপস্থিত হন খালেদা জিয়া। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইউআই/এসটিএস/টিআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?