X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রী আর্তনাদ করছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৪:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:০৫

আলোচনা সভায় বক্তব্য রাখছেন রিজভী
বিএনপির শীর্ষ নেতৃত্বসহ দলীয় নেতাকর্মীদের নির্যাতন করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কিছু করতে পারেননি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালিয়েও শেখ হাসিনা বিএনপির কিছু করতে পারেননি। তাই তিনি আর সহ্য করতে পারছেন না। ক্ষতবিক্ষত হয়ে প্রধানমন্ত্রী এখন আর্তনাদ করছেন।’

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রহীনতা বনাম জবাবদিহিতা’ শীর্ষক তরুণ প্রজন্মের সঙ্গে এক মুক্ত আলোচনায় রিজভী এসব কথা বলেন। ‘ফিউচার অব বাংলাদেশ’ এই মুক্ত আলোচনার আয়োজন করে।
আলোচনায় রিজভী আহমেদ বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। এখানে রাতের অন্ধকারে যেকোনও তরুণ অদৃশ্য হয়ে যায়। মানুষকে গুম করা হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তিনজনকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্ট গঠন করেছেন। সেই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হয়ে তিনি এত অহঙ্কার করেন! একে ধমকান, ওকে ধমকান। বিরোধী পক্ষকে দেখে নেবেন বলে হুমকি দেন। কীভাবে তারেক রহমানকে লন্ডন থেকে আনবেন, এসব কথা বলে বেড়ান।’
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার টালবাহানা করছে। তিনি (খালেদা জিয়া) চাইছেন ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা হোক। কিন্তু সরকার সেটা দেবে না।’
আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘শেখ হাসিনার সময় আছে আর মাত্র আট মাস। এরপর তাকে নির্বাচন দিতে হবে, গদি ছাড়তে হবে। জনগণ বুঝে গেছে, খালেদা জিয়াকে ছাড়া এই দেশকে বাঁচানোর আর কোনও উপায় নেই।’

আরও পড়ুন-


ধারাবাহিকভাবে ‘ব্যর্থ’ ঢাকা মহানগর বিএনপি

/এসটিএস/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
সর্বশেষ খবর
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার