X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এরশাদ টাই বাঁধতে শিখিয়েছেন, রাজনৈতিক শিক্ষাও দিয়েছেন: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ২২:২৮আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:৪৩




এরশাদের কুলখানিতে বক্তব্য রাখছেন জিএম কাদের রাজনীতিতে সংকট মোকাবিলা করে কীভাবে পরিবেশ ট্যাকেল দিতে হয়, তা হুসেইন মুহম্মদ এরশাদ তা শিখিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘এরশাদ আমাকে টাই বাঁধতে শিখিয়েছেন, রাজনৈতিক শিক্ষাও দিয়েছেন।’ বুধবার (১৭ জুলাই) বিকেলে গুলশান আজাদ মসজিদে প্রয়াত এরশাদের কুলখানিতে তিনি এসব কথা বলেন।

এরশাদের মৃত্যুতে মাথার ওপর থেকে ছাতা সরে গেছে মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘আমার মাথার ওপরের বটগাছটি আর নেই। এরশাদ শুধু আমার ভাই ছিলেন না, বাবার মতো শিক্ষকও ছিলেন।’

এরশাদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রতিষ্ঠাতা দাবি করে জিএম কাদের বলেন, ‘আজকে খেলার যে অর্জন, তার বীজ বপন করেছেন তিনি। সরকারকে ধন্যবাদ জানাইতার বীজটাকে লালন করার জন্য। আওয়ামী লীগ গ্রামকে শহর করার কথা বলছে। এর গোড়াপত্তন করে এরশাদ উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমার ভাই যখন হাসপাতালে, তখন প্রতি ঘণ্টায় তারা খোঁজ-খবর নিয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তাররা রাতদিন তাকে নিজেদের বাবার মতো করে সেবা দিয়েছেন।’

এরশাদের কুলখানিতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মসিউর রহমান রাঙ্গা, এরশাদের দুই ছেলে এরিখ এরশাদ ও সাদ এরশাদ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি