X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ওলামা লীগ বিলুপ্তির পথে?

চৌধুরী আকবর হোসেন
২১ জুলাই ২০১৯, ১৭:০০আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৮:০৬

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ

বিভিন্ন দাবি ও বক্তব্যের কারণে আলোচনায় ছিল বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে সংগঠনটির কার্যক্রম। নিজেদের আওয়ামী লীগের অনুমোদিত সংগঠন হিসেবে দাবি করতেন ওলামা লীগের নেতারা। সংগঠনটির সাধারণ সম্পাদক দাবিদার মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আওয়ামী লীগের অনুরোধে সাময়িকভাবে তারা কার্যক্রম স্থগিত রেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী আমাদের অনুরোধ করেছেন কার্যক্রম আপাতত বন্ধ রাখতে। আমরা তার সম্মানে কোনও কর্মসূচি পালন করছি না।’

জানা গেছে, আওয়ামী ওলামা লীগ সর্বশেষ জানুয়ারিতে বিপিএল নিষিদ্ধ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিল। তাদের এ দাবির পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদসহ দলের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে জানান, এ সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। এছাড়া ২১ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ‘আওয়ামী ওলামা লীগ’নামে আওয়ামী লীগের কোনও সহযোগী সংগঠন নেই। এমনকি ‘আওয়ামী ওলামা লীগ’ নামে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

এরপর থেকে ওলামা লীগের ব্যানারে কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এ ঘোষণার পর আর কোনও কর্মসূচি পরিচালনা করেনি ওলামা লীগ। যদিও এর আগে পহেলা বৈশাখ পালন বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করেছিল এ সংগঠনটি। ওলামা লীগের অফিস তোপখানা রোডে। ২৭/৮-এ তোপখানায় একটি ভবনের দোতলার একটি রুমে ওলামা লীগের অফিস। মাওলানা মো. আবুল হাসান সেখানে নিজের কাজি অফিস পরিচালনা করছেন। কার্যক্রম না থাকায় বিয়ে পড়ানোতে ব্যস্ত তিনি।

তিনি বলেন,  ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি, থাকবো। দল যখন ক্ষমতায় ছিল না তখনও আমরা ছিলাম। আমরা বঙ্গবন্ধুর আদর্শ মেনেই কাজ করি। হজ কার্যক্রম শেষ হলে আমরা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে সংগঠন নিয়ে আলোচনা করবো। নতুন করে কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামবো।’

ওলামা লীগ চালান কারা

ওলামা লীগ বচন

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নেই ওলামা লীগের

থাকছে না ওলামা লীগ, ইসলামিক ফোরাম গঠনের প্রস্তাব

 

             

 

/সিএ/ওআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক