X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এবার মান্নার বাসায় অলির দূত, আজ দুই দলের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ০০:৫৬আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০১:০৮

মাহমুদুর রহমান মান্না

জাতীয় মুক্তি মঞ্চে যুক্ত হতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদ। সম্প্রতি তিনি মান্নাকে ফোন করে তার ইচ্ছার কথা জানান। এরপর গত ৩০ জুলাই মান্নার কাছে পাঠান এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে। এলডিপি ও নাগরিক ঐক্যের দায়িত্বশীল পর্যায় থেকে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এদিকে, আজ  শুক্রবার (২ আগস্ট) সকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেসক্লাবে তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ উর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ও বন্যা মোকাবিলায় সরকারের যে অবস্থান ও রাষ্ট্রের যে উদ্যোগ, এসব নিয়ে দলীয় অবস্থান তুলে ধরা হবে।’

এলডিপি ও নাগরিক ঐক্যের একাধিক দায়িত্বশীল জানান, খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে জাতীয় মুক্তি মঞ্চে মান্নাকে চান অলি আহমদ। মঞ্চের অনুষ্ঠানে অংশ নিতে অনুরোধ করা হয় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতাকে। এরইমধ্যে দুই নেতার মধ্যে ফোনালাপও হয়েছে। শুক্রবার গোলটেবিল করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সংবাদ সম্মেলনে রূপ নেয়। শুক্রবার বিকালে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন অলি আহমদ।

উভয় দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অলি আহমদের জামায়াত ঘনিষ্ঠতাসহ কয়েকটি কারণে কোনও সাড়া দিচ্ছেন না মান্না। বিশেষ করে মঞ্চের আত্মপ্রকাশের দিনে জামায়াতকে কেন্দ্র করে অলি আহমদের বক্তব্যের পর মঞ্চের কার্যকরিতা নিয়েও প্রশ্ন আছে অনেক নেতার।

এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম

প্রসঙ্গত, গত ২৭ জুন মঞ্চের আত্মপ্রকাশের দিনে অলি আহমদ বলেছিলেন, ‘ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশকে ভালোবাসে এবং তারা দেশপ্রেমিক। ১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক নয়। দেশকে তারা অনেক ভালোবাসে, তাদের মধ্যে অনেক সংশোধনী এসেছে।’ 

মঞ্চের ব্যাপারে নাগরিক ঐক্যের নেতারা বলছেন, খালেদা জিয়ার মুক্তি বা নতুন নির্বাচন-উভয় ইস্যুতে বিএনপির নেতৃত্বেই সামনে এগুতে হবে। বিশেষ করে রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে বাদ দিয়ে নতুন কোনও রাজনৈতিক মঞ্চের কার্যকরিতা নিয়ে প্রশ্ন আছে। এছাড়া আত্মপ্রকাশের দিনে জামায়াতকে নিয়ে অলি আহমদ যে বক্তব্য দিয়েছেন, তাতে করে দলটিকে ‘রিহ্যাবিলিটেশন’ করার ব্যাপারটিই সামনে আসে। আর এই ধরনের প্রক্রিয়ায় নাগরিক ঐক্য যুক্ত হবে না বলেও মনে করছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না এ প্রতিবেদককে কিছু বলতে রাজি হননি।

এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য। মাহমুদুর রহমান মান্না ঐক্যফ্রন্টে আছেন। আমরা সবাইকে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’

আরও খবর:
বিএনপির সঙ্গে দূরত্ব কমাতে চান অলি, মির্জা ফখরুলের সঙ্গে ফোনালাপ

অলিকে সামনে রেখে জামায়াতের নতুন মিশন?

 

 

 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি