X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঢিলেঢালাভাবে চলছে বিএনপির হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯

রাসেল স্কয়ারে যানবাহন চলাচল রাজধানীতে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা হরতাল। হরতাল উপলক্ষে রাস্তায় বিএনপি সমর্থকদের জটলা দেখা যায়নি। রাস্তায় নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অন্যান্য স্বভাবিক দিনের মতোই চলছে সবকিছু। গণপরিবহনের চালকরা বলছেন, ‘কিসের হরতাল?’ আর অফিসগামী যাত্রীরা বলছেন, ‘হরতাল কোথায় পেলেন? গাড়ির জন্য রাস্তা পার হওয়া যাচ্ছে না।’ 
দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি সড়ক ঘুরে হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি। রাস্তায় গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। বাসযাত্রীরা নিশ্চিন্তে বাসে চড়েছেন। অফিসগামী মানুষদের রাস্তায় স্বাভাবিক যাতায়াত করতে দেখা গেছে। 
ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মোরশেদা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটেও হরতাল মনে হচ্ছে না। হরতাল হলে তো ভালোই হতো। কিন্তু, রাস্তায় যে পরিমাণ গাড়ি তাতে রাস্তা পার হওয়াই দায় হয়ে গেছে। রাস্তা পার হতে ভয় পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘গতকাল নির্বাচন শেষ হলো। সব কর্মীই ক্লান্ত। কে আসবে হরতাল করতে?’
ধানমন্ডির রাসেল স্কয়ার এদিকে মেঘলা ট্রান্সপোর্টের চালক আখতার বলেন, ‘কই হরতাল, সবকিছু তো ঠিকই আছে। কোম্পানির মালিক আমাদের বাস চালাতে বলেছেন, আমরা বাস নিয়ে বের হয়েছি। রাস্তায় কোনও অসুবিধা দেখছি না।’
সড়কে যান চলাচল রাসেল স্কয়ার সিগন্যালের ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) ইফতেখার আহমেদ বলেন, ‘গাড়ি তো ঠিকই চলাচল করছে। হরতাল বলে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।’
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান উল্লেখ্য, ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

মতিঝিলের শাপলা চত্বর

ছবি- নাসিরুল ইসলাম ও হাসনাত নাঈম 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
আবু সাঈদ হত্যা মামলাঅভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
ঢাকায় চিকিৎসায় এসে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’