X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনা নিয়েও বিএনপি নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৪:০১আপডেট : ১১ মার্চ ২০২০, ১৭:০৩

ওবায়দুল কাদের করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি রাজনীতির ইস্যু খুঁজে বেড়াচ্ছে। করোনা ভাইরাস নিয়েও তারা তাদের সেই নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে। আমি তাদের অনুরোধ করবো, এ ধরনের একটা মানবিক বিষয় নিয়ে, এ ধরনের একটা সংবেদনশীল বিষয় নিয়ে, যেন তারা রাজনীতি করা থেকে বিরত থাকে। এখন আমাদের সবার উচিত জাতীয়ভাবে এই বিষয়টি কীভাবে আমরা মোকাবিলা করবো, সে ব্যাপারে সহযোগিতা করা।’

আজ বুধবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সারাবিশ্বেই করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ ও আতঙ্ক আছে। করোনা মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকার এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যার প্রমাণ মুজিববর্ষের মতো এতো বড় অনুষ্ঠান স্থগিত করা। আমি তাদের (বিএনপি) অনুরোধ করবো, এ ধরনের একটা মানবিক সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি থেকে তারা যেন বিরত থাকে। সব বিষয়েই রাজনীতি করা উচিত না। তাদের সহযোগিতার জন্য বলছি।’

তিনি বলেন, ‘যারা বলছেন সরকার করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি ছিল না তাদের উদ্দেশে বলতে চাই, করোনা ভাইরাসের উপস্থিতির সঙ্গে সঙ্গে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশ সবার আগে প্রস্তুতি নিয়ে নিয়েছে। কেন্দ্রীয়ভাবে নিয়েছে, সরকারের স্বাস্থ্যবিভাগ থেকে শুরু করে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সব জায়গাতেই সমুদয় প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরাই সবার আগে প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতির ব্যাপারে কোনও ঘাটতি আমাদের ছিল না।’

রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি জাতীয় ইস্যুতে কর্মসম্পর্ক নষ্ট করেছে দাবি করে কাদের বলেন, ‘অন্য কোনও ব্যাপারে আমাদের মধ্যে আজ কোনও কর্মসম্পর্ক পর্যন্ত নেই। এমন পরিস্থিতি বিএনপি বাংলাদেশে ১৫ আগস্টের পর থেকে সৃষ্টি করেছে। ২১ আগস্টে সেই প্রাচীরটিকে তারা আরও উঁচু করে ফেলেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা