X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত দেশ থেকে ফেরা নিয়ে কঠোর হচ্ছে সরকার: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৪:১০আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৪:১২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের করোনা আক্রান্ত দেশ থেকে  প্রবাসীদের ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত দেশগুলো থেকে দেশে না ফেরার জন্য সরকারের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এসব দেশ থেকে বিমানযোগে যাত্রী অবতরণ বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

রবিবার (১৫ মার্চ) দুপুরে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা আছে, দুশ্চিন্তা আছে। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় করোনার মতো ভাইরাস ছড়িয়ে পড়লে তার প্রতিক্রিয়া কী হতে পারে, আপনারা বুঝতে পারছেন। ইউরোপ, ইরানের মতো দেশ আক্রান্ত হয়েছে করোনায়। এ ভাইরাসে বিশ্বের ১৪৯টি দেশ আক্রান্ত হয়েছে। এখন বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। কেবলমাত্র চীন কন্ট্রোল করছে। তারা কীভাবে কন্ট্রোল করতে পেরেছে, সে বিষয়টি শেয়ার করার জন্য আমাদের কাছেও তাদের একটি চিঠি এসেছে। তারা প্রয়োজনে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার আভাস দিয়েছে তারা।’

তিনি বলেন, ‘আমাদের দেশে আমরা এখন পর্যন্ত প্রস্তুত। প্রথম থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সব শাখাকে প্রস্তুত করেছেন। আমাদের সরকার যেমন প্রস্তুত আমাদের দলও প্রস্তুত রয়েছে। দেশবাসীকে আমরা সতর্কতার অভিযানে যুক্ত করেছি। আমরা সতর্কতামূলক লিফলেট বিতরণ করছি।’

স্কুল-কলেজ বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘স্কুল-কলেজ বন্ধের বিষয়ে দাবি উঠেছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনারও  ব্যাপার আছে। বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’ সময়মতো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এক্সপ্রেস ওয়ের উদ্বোধন হয়েছে। পদ্মা সেতুর কিছু চাইনিজ কর্মী, ইঞ্জিনিয়ার ছুটিতে আছেন। কিন্তু তাদের সংখ্যা বেশি নয়। সেখানে এক হাজারেরও অধিক চাইনিজ টেকনিশিয়ান আছেন। এর মধ্যে কিছু লোক ছুটিতে গেছে আবার কিছু কিছু চলে এসেছে। তাদের আসা প্রলম্বিত হলেও তাদের অনুপস্থিতিতে ইতোমধ্যে আমরা চারটি স্পান বসিয়েছি। পদ্মা সেতু ও  কর্ণফুলী ট্যানেলের কাজ দ্রুত এগিয়ে চলছে ‘কাদের বলেন, ‘আমরা সর্বশেষ ২০২১ সালের জুন পর্যন্ত সময় দিয়েছি।’

করোনা ভাইরাসের কারণে আওয়ামী লীগের মহানগর কমিটির কাজ বিলম্বিত হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়া ও ঘরোয়া কাজগুলো আরো গতি পাবে। ঘরোয়া কাজগুলো করার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। বিলম্ব হবে না।’

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। তিনি জানান, ১৭ মার্চ সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন এবং দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় বঙ্গবন্দুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি টিম টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। সেখানে দোয়া মাহফিল হবে। বাদ জোহর দেশের সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে। দুঃস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে এবং রাত আটটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আতশবাজি করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ড. দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,  সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা