X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘বিএনপি নেতাদের দ্রুত চোখের চিকিৎসা দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৫

আলোচনা সভায় মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তাতে তিনি শুধু বাংলাদেশের নেতা হিসেবে নন, বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। অথচ আমাদের বিএনপি নেতারা উন্নয়ন চোখে দেখে না। যারা এই সরকারের উন্নয়ন চোখে দেখে না, আসলে তারা চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। তাদের চোখে ছানি পড়েছে। এদের দ্রুত চোখের চিকিৎসা করা দরকার।‘

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে  ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘শেখ হাসিনা তার মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন যদি দেশের মধ্যে বিভেদ না থাকতো। উন্নয়নমূলক কর্মকাণ্ডে যদি বাধা না আসতো। তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমরা বাংলাদেশকে সব ক্ষেত্রে উন্নয়নের দিকে নিয়ে গেছি। যদিও আমাদের কিছু কিছু মন্ত্রণালয়ে দুর্বলতা থাকতে পারে।’

আওয়ামী লীগ এই নেতা বলেন, ‘আমি একটা পত্রিকায় দেখলাম বিএনপির উচ্চপদস্থ কয়েকজন নেতা লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দ্বারস্থ হচ্ছেন। কারণ তারা ক্ষমতায় আসতে চায়। নিজের বলতে কিছু নেই বিএনপির' কাছে। কারণ বিএনপি জানে, তাদের প্রতি জনগণের কোনও সমর্থন নেই। তারা সব সময় ষড়যন্ত্রের পথ খুঁজবে এটাই স্বাভাবিক।’

ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে বা অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে বাংলাদেশের ক্ষমতায় আসা যাবে না। এদেশে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। আওয়ামী লীগের দেশের সবচেয়ে প্রিয় এবং ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের শেকড় বাংলার মাটির অনেক গভীরে।’

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং ষড়যন্ত্র করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে দেশে যে অস্থিরতা তৈরি করতে চান সেটা দেশের জনগণ জানে। আওয়ামী লীগের লক্ষ কোটি সমর্থক আছে যারা এই অস্থিরতাকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ প্রমুখ।

 

 

 

/এইচএন/এফএস/
সম্পর্কিত
জুলাই-যোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিক দল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের