X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১০:০৬আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০:২৯

দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে বামজোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার (২৮ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সকাল ৬টা ৪০ মিনিটে হরতালের সমর্থনে মিছিল নিয়ে শাহবাগ-কাটাবন হয়ে আবার শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করে সমাবেশ করে ছাত্রজোট। সমাবেশে জোটের পক্ষ থেকে ছাত্র সংগঠনগুলোর প্রতি বৃহত্তর ঐক্যের আহ্বান জানানো হয়। জোটের নেতারা বলছেন, বামজোটের ডাকা হরতালে সাধারণ মানুষেরর সমর্থন রয়েছে এবং তারা এতে সহযোগিতা করছেন।

সকাল ৮টা পর্যন্ত শাহবাগ এলাকার মূল সড়ক বন্ধ থাকলেও পার্শ্ব রাস্তাগুলো খোলা ছিল। এরপর হরতালের সমর্থকরা পার্শ্ব রাস্তাগুলোও বন্ধ করে দেয়। এসময় সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের বহরকারী বাসগুলো ছেড়ে দেন তারা। এসময় বেশ কয়েকবার বাইক রাইডারদের সঙ্গে হরতাল সমর্থকদের বাগবিতণ্ডাও হতে দেখা যায়।

হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ

সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘এই হরতাল জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। বিভিন্ন আইনের মাধ্যমে এই সরকার জমিদারি ব্যবস্থা কায়েম করতে চায়।’ 

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের জনগণ একটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। যারা ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায়ে অংশে নেবে তারাই বিপ্লবের অংশ। গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই আমরা অব্যাহত রাখবো।’

হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ

ছাত্রনেতা শোভন রহমান বলেন, আজকে ৬টা থেকে ১২টা দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে আমরা এখানে অবস্থান নিয়েছি। আওয়ামী লীগের শাসন আমলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। (দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে) আমরা ছাত্ররা আরও কষ্টে আছি। আমাদের হলের ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় না। আমাদের এ হরতাল জনগণের প্রতিবাদ, জনগণের অধিকার আদায়ের হরতাল। তাই আমাদের হরতালে সবার সমর্থন কামনা করছি। 

এসময় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলিপ রায়, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি জহরলাল রায়সহ আরও অনেকে।

/ইউএস/
সম্পর্কিত
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
গাজার প্রতি সংহতি জানিয়ে হরতাল পালনের আহ্বান সারজিসের
হরতালে সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি, আ.লীগ-ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা
সর্বশেষ খবর
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি