X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার গণসংহতি আন্দোলনের সঙ্গে মতবিনিময় বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৮:৪৪আপডেট : ৩০ মে ২০২২, ১৮:৪৭

বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মে) জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এদিন সকাল ১১টায় বৈঠকটি গণসংহতির হাতিরপুল কার্যালয়ে শুরু হবে।

সোমবার (৩০ মে) বিএনপি ও গণসংহতি আন্দোলনের শীর্ষপর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর হাতিরপুলে রোজ ভিউ প্লাজায় গণসংহতি আন্দোলনের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির প্রতিনিধি দল।

বিএনপির দলীয় সূত্র জানায়, নাগরিক ঐক্য, ২০ দলীয়জোটভুক্ত শরিক একটি দলের পর গণসংহতি আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিচ্ছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী রাজনৈতিক ঐক্য করার নিমিত্তে গণসংহতির সঙ্গে প্রকাশ্যে আলোচনায় যাবেন বিএনপির নেতারা।

সূত্রের দাবি, বৈঠকে আন্দোলন, কর্মসূচির ধরন, লক্ষ্য, নির্বাচনের পদ্ধতি, নির্বাচন-পরবর্তী প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু মতবিনিময়ে অংশ নেবেন। এছাড়া কেন্দ্রীয় পর্যায়ের একাধিক দায়িত্বশীল বৈঠকে থাকতে পারেন।

গণসংহতি আন্দোলনের একাধিক নেতা জানান, বৈঠকে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি দলের পক্ষে নেতৃত্ব দেবেন।

সূত্র জানায়, দলীয়ভাবে রাজনৈতিক চিরস্থায়ী বন্দোবস্ত করার যে দাবি দীর্ঘদিন ধরেই দাবি করছেন সংহতির নেতারা, সেই রাজনৈতিক দাবিগুলোই আলোচনায় প্রাধান্য পাবে। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যে সংবিধান, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, শিক্ষা— এসব বিষয় উল্লেখযোগ্য।

উভয় দলের নেতারা জানিয়েছেন, আপাতত আলোচনায় ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন না করা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনের সময়সীমা, আন্দোলন-কর্মসূচির ধরন ও প্রক্রিয়ার বিষয়গুলো প্রাধান্য পাবে। একসঙ্গে একমঞ্চ-কেন্দ্রিক কোনও জোট না হলেও অন্ততপক্ষে কয়েকটি দাবিতে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি প্রণয়ন নিয়েই আলোচনা হবে।

প্রসঙ্গত, গত ২৪ মে মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপির নেতারা। আগামী ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার কথা রয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত না নিলে বিপদ হতে পারে, সরকারকে রিজভী
সর্বশেষ খবর
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি