X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে : রব

ঢাবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫

সরকারকে উদ্দেশ করে আ স ম আব্দুর রব বলেন, ‘আজকের এই গণতন্ত্র মঞ্চ হলো জনগণের সব অধিকার আদায়ের মঞ্চ। গণতন্ত্র মঞ্চ থেকে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।’

বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন, ‘প্রীতমকে মুক্ত করে দিন। না হলে জনগণ কারাগার থেকে জোর করে তাকে বের করে নিয়ে আসবে। কক্সবাজারের রামুর সাম্প্রদায়িক হামলার অনেক বছর পার হলেও এখনও বিচার হয়নি।’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জাতীয় জাদুঘরের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন’ এবং ‘রাজনৈতিক সভা সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের’ দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারসহ অনেকে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার সব বিরোধিতাকে ধ্বংস করতে চায়। বিএনপিকেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল, পারেনি। কাউকেই পারবে না। এই সরকার ভয় দেখিয়ে জনগণের আন্দোলন বন্ধ করতে পারবে না। কাজেই, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বিজয় না আসবে, ততক্ষণ লড়াই চলবে। আমাদের কোনও দ্বিধা-বাগাড়ম্বরও নেই। জনগণের ভাগ্য বদলাতে হবে।’

তিনি আরও বলেন, “আমরা দাবি করছি পরিবর্তনের মধ্য দিয়ে এই সমাজ বদল করে ‘গণতন্ত্রের সমাজ প্রতিষ্ঠা’ করবো। অন্যায়-অনাচারের বিরুদ্ধে জনতার রাজ প্রতিষ্ঠা করা যায়। এখন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন দিতে হবে।’

সাইফুল হক বলেন, ‘সরকার ইতোমধ্যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এমনকি রাজনৈতিক ঐতিহ্যকে ভুলে গিয়েছে আওয়ামী লীগ। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সরকার হাজার হাজার মামলা দিচ্ছে বিরোধী দলগুলোর বিরুদ্ধে। তারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।’

গণসংহতি আন্দোলনের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি বলেন, ‘মানুষ রাজপথে নেমে গেছে এবং সরকারের পায়ের তলায় মাটি নেই। কাজেই হামলা ছাড়া আর কোনও অস্ত্রও তাদের কাছে নেই। কিন্তু ইতিহাস সাক্ষী, মিছিলে গুলি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বাম জোট ও অন্যান্য গণতান্ত্রিক শক্তির সভা সমাবেশে এই হামলা করছে। মানুষ রাজপথে নেমে গেছে এবং সরকারের পায়ের তলায় মাটি নেই। কাজেই হামলা ছাড়া আর কোনও অস্ত্রও তাদের কাছে নেই।’

সমাবেশের স্পষ্ট ঘোষণা উল্লেখ করে সাকি বলেন, ‘এই সরকারের অধীনে কোনও নির্বাচন নয়, সরকারকে পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবারের লড়াই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। সে কারণেই এবারের লড়াই গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার লড়াই।’

পঞ্চগড়ে নৌকাডুবিতে ৫০-এর অধিক মানুষের মৃত্যুতে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি দুর্গাপূজা অনুষ্ঠানের পূর্ণ নিরাপত্তা দেওয়ার দাবি তোলেন।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
রোজার পরে আন্দোলন জোরদার করতে হবে: মান্না
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা