X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার অপ্রাপ্তিগুলো অর্জনে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ১৯:২০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯:২০

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার অপ্রাপ্তিগুলো অর্জন করতে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে যথা সময়ে নির্বাচন করতে হবে। সংবিধান বদলের চক্রান্ত রুখে দিতে হবে।

রবিবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও নির্যাতিতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, ‘বাংলাদেশের ৪ হাজার বছরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর পৃথিবীর বুকে ৫২ বছর ধরে মাথা উঁচু করে বাংলাদেশ টিকে আছে— এটি আরেকটি বড় অর্জন। আমরা মনে করি, পৃথিবীর বুকে বাংলাদেশ টিকে থাকতে এসেছে এবং ভবিষ্যতে আরও  সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

জাসদের সভাপতি আরও বলেন, ‘৫২ বছরে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী বৈষম্য, লিঙ্গ বৈষম্য, দুর্নীতি-দলবাজি-ক্ষমতাবাজি আর সাম্প্রদায়িকতার বিষাক্ত অপরাজনীতির মতো কিছু অপ্রাপ্তি এখনও রয়ে গেছে। সে অপ্রাপ্তিগুলো দূর করা আমাদের চ্যালেঞ্জ। এই অপ্রাপ্তিগুলো দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের এগোতে হবে। আর এগোতে হলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখাতে হবে, যথাসময়ে নির্বাচন করতে হবে। সংবিধান বদল করার সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করছি।’

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন,  ‘যে বাংলাদেশ আমরা গড়েছিলাম সাম্যের জন্যে, ধর্ম নিরপেক্ষতার জন্যে, গণতন্ত্রের জন্যে, সে লড়াইতে আমরা অনেক দূর এগিয়েও এখনও পেছনে আছি।’

শ্রদ্ধা নিবেদনের সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— জাসদ সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তি যোদ্ধা সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
সরকার উৎখাতের রাজনীতির খেলার স্থায়ী সমাধান দরকার: ইনু
শেখ হাসিনাকে জাসদের অভিনন্দন
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা