X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

স্বাধীনতার অপ্রাপ্তিগুলো অর্জনে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ১৯:২০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯:২০

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার অপ্রাপ্তিগুলো অর্জন করতে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে যথা সময়ে নির্বাচন করতে হবে। সংবিধান বদলের চক্রান্ত রুখে দিতে হবে।

রবিবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও নির্যাতিতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, ‘বাংলাদেশের ৪ হাজার বছরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর পৃথিবীর বুকে ৫২ বছর ধরে মাথা উঁচু করে বাংলাদেশ টিকে আছে— এটি আরেকটি বড় অর্জন। আমরা মনে করি, পৃথিবীর বুকে বাংলাদেশ টিকে থাকতে এসেছে এবং ভবিষ্যতে আরও  সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

জাসদের সভাপতি আরও বলেন, ‘৫২ বছরে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী বৈষম্য, লিঙ্গ বৈষম্য, দুর্নীতি-দলবাজি-ক্ষমতাবাজি আর সাম্প্রদায়িকতার বিষাক্ত অপরাজনীতির মতো কিছু অপ্রাপ্তি এখনও রয়ে গেছে। সে অপ্রাপ্তিগুলো দূর করা আমাদের চ্যালেঞ্জ। এই অপ্রাপ্তিগুলো দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের এগোতে হবে। আর এগোতে হলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখাতে হবে, যথাসময়ে নির্বাচন করতে হবে। সংবিধান বদল করার সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করছি।’

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন,  ‘যে বাংলাদেশ আমরা গড়েছিলাম সাম্যের জন্যে, ধর্ম নিরপেক্ষতার জন্যে, গণতন্ত্রের জন্যে, সে লড়াইতে আমরা অনেক দূর এগিয়েও এখনও পেছনে আছি।’

শ্রদ্ধা নিবেদনের সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— জাসদ সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তি যোদ্ধা সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ইনু ও মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রলীগ
স্ত্রীসহ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দুদকের ২ মামলা
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক ৩ মন্ত্রী রিমান্ডে
সর্বশেষ খবর
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি