X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২
জাসদের বিস্তারিত কর্মসূচি

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজা শনিবার সকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ১৯:৪০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০০:৩৯

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিক ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)। দলটির পক্ষ থেকে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জুন) জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আগামীকাল ১০ জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় সিরাজুল আলম খানের মরদেহ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে নিয়ে আসা হবে এবং সকাল ১০টায় সেখানেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরেই তাকে সমাহিত করা হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় দলের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘৬০ দশকে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধিকার সংগ্রাম, ৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান-স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মাঠে অগ্রণী ও অন্যতম প্রধান চিন্তক ও সংগঠক হিসেবে সিরাজুল আলম খানের ঐতিহাসিক ও কিংবদন্তিতুল্য ভূমিকা ও অবদানের জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে জাতির জন্য তার এই ঐতিহাসিক ভূমিকা ও অবদান কখনোই ম্লান হবে না।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাসদের নেতারা

সিরাজুল আলম খানের মৃত্যুর খবর পেয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি মোশাররফ হোসেন, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন সহ জাসদ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজে ছুটে যান। সেখানে তারা সিরাজুল আলম খানের মরদেহের পাশে নীরবে কিছু সময় কাটান এবং পরিবারের শোকার্ত সদস্য এবং গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।

জাসদের কর্মসূচি

জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামীকাল ১০ জুন শোক পালন করবে। শনিবার ভোর ৬টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘কর্তৃত্ববাদী শাসনের অবসানে সিরাজুল আলম খানের রাজনীতি পথ দেখায়’
বাজেটে রাঘব-বোয়ালদের লুটে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে: ফখরুল
বঙ্গবন্ধুর কুশলী সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করেছেন সিরাজুল আলম খান: ইনু
সর্বশেষ খবর
‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের চাকরিতে পুনর্বহালের দাবি
চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের চাকরিতে পুনর্বহালের দাবি
সিঁদুর অভিযান: যা বলছেন ভারত-পাকিস্তানের তারকারা
সিঁদুর অভিযান: যা বলছেন ভারত-পাকিস্তানের তারকারা
পাকিস্তানি লিগে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তা পর্যবেক্ষণে বিসিবি
পাকিস্তানি লিগে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তা পর্যবেক্ষণে বিসিবি
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ