X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২
কালো পতাকা মিছিলে বিরোধী দলগুলো

‘বিদেশে আওয়ামী লীগের কোনও বন্ধু নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৩, ২০:৪৯আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০:৪৯

সরকার পতনের এক দফা দাবিতে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল কর্মসূচিতে বিরোধী দলগুলোর নেতারা বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনও বন্ধু নেই।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত গণমিছিল কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা।

এ সময় তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত—কেউ আর এই সরকারের সঙ্গে নেই।

১২ দলীয় জোট প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, এই আওয়ামী লীগ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার প্রমাণ ব্রিকস সম্মেলন। অথচ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ নিশ্চিত। কিন্তু কোনও স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিশ্বে মর্যাদা পায় না। আমরা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রেখেছি।

কেউ আর এই সরকারের সঙ্গে নেই

মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জোটের মুখপাত্র সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে। শেখ হাসিনা সরকারের বিদেশে কোনও বন্ধু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত—কেউ আর এই সরকারের সঙ্গে নেই।  ভারত স্পষ্ট বলে দিয়েছে, তারা বাংলাদেশে ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সুতরাং চীনের সঙ্গে যতই মাখামাখি করা হোক না কেন, চীন এই সরকারকে রক্ষা করতে পারবে না।

রাজধানীর পুরানা পল্টন মোড়সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মিছিল-পূর্ব সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু জনগণ জেগে উঠেছে, তারা এমন নির্বাচন হতে দেবে না। এই সরকারকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।

জনগণ জেগে উঠেছে, তারা এমন নির্বাচন হতে দেবে না

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় কালো পতাকা গণমিছিল-পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের ভাইস চেয়ারম্যান শাহ আলম,  এনপিপির ভাইস চেয়ারম্যান মো. ফখরুজ্জামান প্রমুখ।

এদিকে গণআন্দোলন এবং পশ্চিমা বিশ্বের চাপের মুখে আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে ভারতীয় গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন।

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুগপৎ কর্মসূচির আওতায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভারত জুজুর ভয় দেখিয়ে রক্ষা করতে পারবে না। জনগণ আপনাদের সঙ্গে নেই।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
ষড়যন্ত্র করে থামানো যাবে না, আ.লীগ নিষিদ্ধ করতেই হবে: হাসনাত আব্দুল্লাহ
যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল কিনা, প্রশ্ন রাশেদ খাঁনের
সর্বশেষ খবর
সচিবালয়, যমুনা ও এর আশপাশে সভা-সমাবেশ নিয়ে আবারও ডিএমপির গণবিজ্ঞপ্তি
সচিবালয়, যমুনা ও এর আশপাশে সভা-সমাবেশ নিয়ে আবারও ডিএমপির গণবিজ্ঞপ্তি
মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলশিক্ষার্থীকে হত্যা
মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলশিক্ষার্থীকে হত্যা
ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
মার্কো রুবিও’র সঙ্গে ইসহাক দারের ফোনালাপভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ