বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নুর আহমদ বকুল বলেছেন, ‘নির্বাচনের পূর্বে দ্রব্যমূল্যের ক্রমাগত নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে অগণতান্ত্রিক বিভিন্ন শক্তি। সেই সুযোগ যাতে ওই অপশক্তি না নিতে পারে সেই জন্য বাজারকে নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ উদ্যোগ সরকারকেই নিতে হবে।’
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডস্থ ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো এই অঞ্চলে তাদের স্বার্থরক্ষায় এবং প্রভাব বিস্তারে নগ্ন হস্তক্ষেপ করছে।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায় সভায় সভাপতিত্ব করেন। সভায় পার্টি গৃহীত রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন কাজী মাহমুদুর হক সেনা।
পার্টি ঘোষিত প্রচারপক্ষ কর্মসূচি অনুযায়ী আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারপত্র বিলি এবং মালিবাগ, সেগুনবাগিচা ও মুগদায় সমাবেশ ও মিছিল হবে। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর হবে শাহবাগ ও মতিঝিল থানায় জনজমায়েত ও মিছিল। ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে লালপতাকা মিছিলের কর্মসূচি নিয়েছে।