X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিএনপির অবরোধ সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৩, ১৫:৪৮আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:৫৫

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলো হলো গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, পিপলস পার্টি ও বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

গণতন্ত্র মঞ্চ

বুধবার (১ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর তোপখানা রোড থেকে গণতন্ত্র মঞ্চের মিছিলটি শুরু হয়ে বিজয়নগর, পল্টন মোড় এবং প্রেসক্লাব ঘুরে সচিবালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার বলছে, যেকোনও মূল্যে তারা নির্বাচন করবে। কিন্তু আমরা দেশে আর কোনও একতরফা নির্বাচন হতে দেবো না। এই সরকার আন্দোলন দমনের জন্য ভয়ঙ্কর অপকৌশল গ্রহণ করেছে। বিরোধী দলের ওপর দায় চাপিয়ে সর্বাত্মক দমন-পীড়ন করতে চায়।’

মঙ্গলবার বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ‘গুলি করে দুই জন শ্রমিককে হত্যা করেছে। হত্যা, গুম এবং দমন-পীড়নই এই সরকারের এখন একমাত্র পথ। কিন্তু হত্যা, গুম এবং দমন-পীড়ন করে স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে না।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন– নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া প্রমুখ।

গণফোরাম ও পিপলস পার্টি

অপরদিকে অবরোধের সমর্থনে বুধবার মতিঝিল থেকে মিছিল শুরু করে শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজের সামনে দিয়ে আরামবাগ ঘুরে গণফোরাম চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ করে গণফোরাম ও পিপলস পার্টি।

গণফোরাম ও পিপলস পার্টির মিছিল

মিছিল শেষ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানীসহ অন্যরা।

এবি পার্টি

এদিকে অবরোধের দ্বিতীয় দিনে সংহতি জানিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে এবি পার্টি। পল্টন ও বিজয় নগর সড়কে সকাল থেকে অবস্থান নেন এবি পার্টির নেতা কর্মীরা। দলের কেন্দ্রী নেতৃত্বে তারা একটি বিক্ষোভ মিছিল করে জাতীয় রাজস্ব ভবন সংলগ্ন রাস্তায় এক পথ সভায় মিলিত হন।

এবি পার্টির মিছিল

পথ সভায় দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ‘সরকার জনগণের প্রতিপক্ষ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে দাঁড় করিয়েছে।’

মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন, ‘দেশ আপনাদের হাতে অনিরাপদ, তাই এ দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় চায় না।’ তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি: মান্না
নাগরিক ঐক্যের নেতাকে মারধর, বিএনপির প্রতি নিন্দা গণতন্ত্র মঞ্চের
অন্তর্বর্তী সরকার গরিব মানুষের কল্যাণে একটা কাজও করেনি: মান্না
সর্বশেষ খবর
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ