বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত নাশকতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার (১ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার ও সরকারি দল বিএনপিসহ আন্দোলনরত বিরোধী দলগুলোর উপর নিপীড়নের মাত্রা বাড়ানোর নতুন ছক কষছে।
এসব অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচিগুলো এগিয়ে নিতে আন্দোলনের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানায় গণতন্ত্র মঞ্চ। একইসঙ্গে সরকার ও সরকারি দলের কোন উসকানিতে পা না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।