X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সড়কে নির্বিচারে ‘হত্যাকাণ্ড’ ঘটছে: গণসংহতি আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১৫:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৫:৪৪

রাজধানীর ইস্কাটন এলাকায় ট্রাকের চাপায় নিহত আরিফ ও সৌভিকের মৃত্যু স্বাভাবিক নয়, এটি ‘হত্যাকাণ্ড’, উল্লেখ করে তাদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছে গণসংহতি আন্দোলন। যারা দায়ী অবিলম্বে তাদের খুঁজে বের করা ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি। সড়কে যে নির্বিচার হত্যাকাণ্ড ঘটে চলেছে অবিলম্বে তার অবসানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

শনিবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব জানান গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘মৃত্যু কোনও উদ্দেশ্য প্রণোদিত কিনা তা আমরা নিশ্চিত নই, কিন্তু এগুলো  যে কাঠামোগত হত্যাকাণ্ড সেটা নিঃসন্দেহে বলা যায়। আমরা আরিফ ও সৌভিকসহ সড়কে মৃত্যুর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আরিফুল ইসলাম ও সৌভিক করিমের মৃত্যু আমাদের সংগঠন, তাদের অগণিত বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে এক অসহনীয় বেদনা ও অপূরণীয় ক্ষতি। কেবল আমাদের কাছেই নয়, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের জন্যও এটা একটা বড় ক্ষতি।’

জোনায়েদ সাকি বলেন, ‘আরিফুল ইসলাম ও সৌভিক করিম সমাজের সবার মঙ্গলের জন্য চিন্তা করতেন এবং সে কাজে নিবেদিত ছিলেন। আরিফুল ইসলাম ছিলেন ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নাম। তিনি গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র রাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা— তার রাজনৈতিক জীবনের শুরুতেই করেছেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি গণসংহতি আন্দোলনে যুক্ত হন এবং দেশের গণমানুষের রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর পাশাপাশি তিনি মননশীলতার চর্চায় ভূমিকা রাখতে প্রকৃতি পরিচয় প্রকাশনা এবং ইউপিএলে যুক্ত হয়ে জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রেখেছেন। সৌভিক করিম ছাত্রজীবন শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন, পাশাপাশি তার সংগীত চর্চা ও লেখালেখি অব্যাহত রাখেন। তরুণ বয়সেই তিনি এদেশের সংগীত চর্চায় তার উজ্জ্বল অবদান রেখে গেছেন। তার রচিত গান বাংলা সিনেমার সর্বকালের সেরা ১০০টি গানের ভেতর জায়গা করে নিয়েছে।’

তিনি বলেন, ‘এ রকম মেধাবী, প্রাণবান, সংবেদনশীল মানবিক গুণসম্পন্ন দুই দুজন তাজা প্রাণকে আমরা হারালাম অকালে। তাদের শূন্যতা পূরণ হবার নয়। কিন্তু তাদের মৃত্যুর জন্য যারা দায়ী, আমরা অবিলম্বে তাদের খুঁজে বের করা ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাই। সড়কে যে নির্বিচার হত্যাকাণ্ড ঘটে চলেছে অবিলম্বে তার অবসানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’

উল্লেখ্য, গত ৭ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১১টায় বাসায় ফেরার পথে ট্রাক চাপায় মৃত্যুবরণ করেন আরিফ ও সৌভিক।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলো পিকআপ ভ্যান, নিহত ৩
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ২ জন আটক
টাঙ্গাইলের সড়কে পিকআপভ্যানের চালকসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ