X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সরকার দেশকে খাদে ফেলতে চায়: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১৪:২৮আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৩০

সরকার আমাদের দেশকে খাদের মধ্যে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সরকার আবার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায়। সরকার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু আসলে পুরো দেশকে নিয়ে খাদের দিকে এগোচ্ছে। তারা আমাদের দেশকে খাদের মধ্যে ফেলতে চায়।’

সোমবার (২০ নভেম্বর) ‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলন চলছে, চলবে। সরকার ভাবছে, পুলিশ, বিজিবি, র‍্যাব দিয়ে দমন-পীড়ন করে একতরফা নির্বাচন পার করে ফেলবে। তারা আরেকটি নির্বাচন করে ক্ষমতা নবায়ন করবে। তারপর বিদেশিদের পায়ে ধরে সব ব্যবস্থা করে ফেলবে।’

গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘সরকার যেকোনও মূল্যে একটি নির্বাচন করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সেদিকে সরকারের কোনও মনোযোগ নেই।’

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিকে গরুর হাটের সঙ্গে তুলনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা আজও দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার কোরবানির হাটে গরু কিনতে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়লো। কোরবানির হাটে ৫-১০ জন মিলে যেভাবে গরু কিনতে যায়, তারা এখন সেভাবে আওয়ামী লীগের অফিসে দল ধরে নির্বাচনী টিকিট কিনতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘মনোনয়ন ফরম কিনতে আসা ব্যক্তিরা মনে করছে, যেহেতু এবার আরেকটা সাজানো একতরফা নীল নকশার নির্বাচন হবে, তাই কোনোভাবে যদি তারা আওয়ামী লীগের একটা টিকিট পেয়ে যায় তাহলে এমপি হওয়া নিশ্চিত। আগের দিনের রাজা-বাদশারা যেভাবে তালুকদারি লিজ দিতো সেভাবে নৌকার টিকিট বিক্রি করে আগামী পাঁচ বছরের জন্য দখলদারিত্বকে নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ।’

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসূফ সেলিমের সভাপতিত্বে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আরও ছিলেন– জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্কারুল ইসলাম নবাব প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
গণঅভ্যুত্থানের পর বৈষম্য কমেনি, বেড়েছে: জোনায়েদ সাকি
‘চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে’
মাসব্যাপী জুলাই কর্মসূচি গণসংহতিরমব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে