X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ২০:৪৭আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২০:৪৭

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাদ্রাসা শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যে বক্তব্য দিয়েছেন, তীব্র প্রতিবাদ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (৪ মার্চ) দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, যত্রতত্র মাদ্রাসার কারণে স্কুলে শিক্ষার্থী কমছে। এ কথা সত্য নয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয় এবং দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার কারণে প্রকৃত যোগ্যতাসম্পন্ন শিক্ষক না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের মাদ্রাসায় দিচ্ছে। এতে শিক্ষামন্ত্রীর খুশি হওয়ার কথা। মাদ্রাসার শিক্ষকদের সরকারি বেতন দিতে হয় না। এ প্রতিষ্ঠানগুলো দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ার কাজ করছে।’

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর নাখোশ হওয়ার পেছনে কারণ রয়েছে। তিনি মৌলবাদী সংগঠন ইসকনের সদস্য। যত্রতত্র মাদ্রাসা দেখলেই তার গাত্রদাহ শুরু হয়। তার ইচ্ছা আগামী প্রজন্মের ঈমান আকিদা ধ্বংস করা। ৯০ ভাগ মুসলমানের দেশে সচেতন অভিভাবকরা তার ইচ্ছার বাস্তবায়ন হতে দেবে না।’

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘নুরানি মাদ্রাসাগুলোতে আরবির পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন শিক্ষা দেওয়ার কারণে একজন অভিভাবক মনে করছে, তার সন্তানকে স্কুলের পরিবর্তে মাদ্রাসায় ভর্তি করলে যেমন নৈতিকতা শিখবে তেমনইভাবে সাধারণ জ্ঞানে পারদর্শি হবে। এ জন্য অভিভাবকরা তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন।’

/সিএ/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেটের ‘কারিগর’ গ্রেফতার
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই