X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধুর ছবি সংক্রান্ত সংবিধানের ধারা বাতিলের আহ্বান ববি হাজ্জাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ১৬:২৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৬:৩১

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘আমাদের সংবিধানের ৪ (ক) ধারা অনুযায়ী বিভিন্ন সরকারি-আধা সরকারি দফতর এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি এখনও প্রদর্শিত হচ্ছে; যা আওয়ামী ফ্যাসিবাদকে স্মরণ করিয়ে দেয়। অবিলম্বে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধানের এই ধারাকে স্থগিত করতে হবে।’

এসময় তিনি আরও ‘সরকারের মেয়াদ কতদিন হবে, সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারে তাদের গৃহীত পদক্ষেপগুলো স্পষ্ট হলেই আমরা হয়তো সেই উত্তর পেয়ে যাবো। তবে আগামী বছরের জুন মাসের পর যেকোনও সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে আমরা মনে করি।’

মঙ্গলবার (৮ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাস পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রস্তাবনা শীর্ষক মিডিয়া ব্রিফিং-এ লিখিত বক্তব্য এ কথা বলেন। 
তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন বাতিলসহ অবিলম্বে পুলিশ পরিচালনায় ব্রিটিশ আমলের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ৫ নম্বর আইন, সাক্ষ্য আইন (১৮৭২ সালের ১ নম্বর আইন), বেঙ্গল পুলিশ প্রবিধানমালা ১৯৪৩ পরিবর্তন করতে হবে।’

পুলিশ এবং প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে, তাদের সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার সহযোগিতা চাইতে পারে। আমরা অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারক নিয়োগসহ এসংক্রান্ত আইন এবং বিধিমালা সংষ্কারের দাবি জানাচ্ছি।

রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাজ্জাজ বলেন, ‘এইসময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগীসহ জনসাধারণের আস্থা অর্জনে সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আওয়ামী পরাজিত ফ্যাসিবাদ যেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনধরণের কর্মকান্ড পরিচালনা করার সুযোগ না পায় সরকারকে সেই ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে।’

এসময় তিনি উল্লেখ করেন, আমরা নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর দিনগুলোর সাফল্য কামনা করছি।

‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কারও প্রতিপক্ষ নয়, বরং আমাদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র’, যোগ করেন এনডিএম চেয়ারম্যান।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বাজেটে আর্থিক খাতে সুশাসন ও সামাজিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
জনগণের সমস্যা সমাধানের চিন্তা করার আহ্বান তারেক রহমানের
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এনডিএমের
সর্বশেষ খবর
আকাশের ৬ উইকেট, এজবাস্টনে ভারতের প্রথম জয়ে সিরিজে সমতা
আকাশের ৬ উইকেট, এজবাস্টনে ভারতের প্রথম জয়ে সিরিজে সমতা
ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ