X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘সরকারের ছায়াতলে বসে দল গঠন করলে শুরুতেই হতাশায় পর্যবসিত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭

ছাত্রদের উদ্দেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে প্রজন্ম গড়ে উঠেছে, তারা যদি নতুন দল করতে চায়— আমরা স্বাগত জানাই। তারা নতুন এজেন্ডা, নতুন স্বপ্ন, নতুন ভিশন, কর্মসূচি নিয়ে দল তৈরি করে, ভালো কথা। কিন্তু সরকারের ছায়াতলে বসে যদি নতুন দল করার চেষ্টা করেন তাহলে আপনাদের উদ্যোগ শুরুতেই হতাশায় পর্যবসিত হতে পারে। আপনাদের সম্ভাবনাও কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, এই সরকার চরিত্রের দিক থেকে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ কোনও দল, মতাদর্শ, গোষ্ঠীকে মদদ জোগানোর কাজ না। এই সরকার সব রাজনৈতিক দল, ছাত্র-তরুণ, জনগণের অংশকে তার আস্থার মধ্যে গ্রহণ করবেন। সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি বড় প্রশ্ন উঠে, তাহলে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকিতে থাকে। 

বাজার এখনও নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে তিনি বলেন, বাজার কারা নিয়ন্ত্রণ করে? আগে আমরা শুনতাম আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত তারা নাকি বাজার নিয়ন্ত্রণ করে। এখনতো কোনও সিন্ডিকেট থাকার কথা না। এই সরকারের সঙ্গে কোনও অশুভ সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না। তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না। ছয় মাস হয়ে গেছে, এখন আমরা কোনও অজুহাত শুনতে চাই না। তাই সরকারকে বলবো রোজার আগে অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করবেন। 

মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না মন্তব্য করে তিনি বলেন, মানুষ যদি না খেয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষ যদি বেকার থাকে, দারিদ্রতার মধ্যে যদি মানুষ নেমে আসতে থাকে, তাহলে সংস্কারের কোনও এজেন্ডা, সংস্কারের কোনও ট্যাবলেট মানুষ কিন্তু হজম করতে পারবে না।

এ সময় সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
‘জীবন দিলেও গণঅভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন আনেনি’
আরাকানে করিডোর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে: সাইফুল হক
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সাইফুল হকের বৈঠক
সর্বশেষ খবর
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ