X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৫:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০:১৯

গাজায় ইসরায়েল ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস করে ‘মুসলিমদের অধিকার খর্ব করার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

বক্তব্য দেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, উত্তরের সভাপতি মুফতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েত হোসেন ও কেন্দ্রীয় নেতা তালহা ইসলাম প্রমুখ। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সহ-সভাপতি মুফতি আব্দুর রব ইউসুফী বলেন, ‘ইসরায়েল ও আমেরিকার প্রতি আমাদের কোনও ক্ষোভ নেই। কারণ তারা ইতোমধ্যে সন্ত্রাসী শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। আর জাতিসংঘ হচ্ছে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার। তাই এক্ষেত্রে আমরা সৌদি আরবসহ মুসলিম রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাই। পবিত্র কাবা শরীফের ইমামের নেতৃত্বে এসব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে।’ তিনি ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলেরও দাবি জানান।

ভারতে বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘গত ১৮ মার্চ ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি করলেও ইসরায়েল তা ভঙ্গ করেছে। সেখানে মানবতাকে পদদলিত হয়েছে। ইসরায়েল একটি বিষফোঁড়া। তাই তাদের টুঁটি চেপে ধরতে হবে। অপরদিকে মুসলিমদের অধিকার খর্ব করতে ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াকফ বিল পাস করা হয়েছে। সমালোচনার মুখে গতকাল তা স্থগিত করেছে দেশটির আদালত। আমরা বলি, তা শুধু স্থগিতই না তা বাতিল করতে হবে।’

জমিয়ত ছাড়াও ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ ও ‘বাংলাদেশ মৌলিক দল’ নামে দুটি সংগঠন একই দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
বিকৃত যৌনাচার: বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার ২
জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষ, মাছ ব্যবসায়ীকে কুপিয়ে আহত
সর্বশেষ খবর
নবজাতকের কানে আজান দিতে হয় কেন ও কীভাবে
নবজাতকের কানে আজান দিতে হয় কেন ও কীভাবে
কালচে হাঁটু ও কনুইয়ের সমস্যায় কী করবেন?
কালচে হাঁটু ও কনুইয়ের সমস্যায় কী করবেন?
ভারতে স্কুল মিলে মরা সাপ, অসুস্থ শতাধিক
ভারতে স্কুল মিলে মরা সাপ, অসুস্থ শতাধিক
ভুট্টাক্ষেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
ভুট্টাক্ষেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ