X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৫:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০:১৯

গাজায় ইসরায়েল ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস করে ‘মুসলিমদের অধিকার খর্ব করার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

বক্তব্য দেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, উত্তরের সভাপতি মুফতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েত হোসেন ও কেন্দ্রীয় নেতা তালহা ইসলাম প্রমুখ। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সহ-সভাপতি মুফতি আব্দুর রব ইউসুফী বলেন, ‘ইসরায়েল ও আমেরিকার প্রতি আমাদের কোনও ক্ষোভ নেই। কারণ তারা ইতোমধ্যে সন্ত্রাসী শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। আর জাতিসংঘ হচ্ছে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার। তাই এক্ষেত্রে আমরা সৌদি আরবসহ মুসলিম রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাই। পবিত্র কাবা শরীফের ইমামের নেতৃত্বে এসব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে।’ তিনি ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলেরও দাবি জানান।

ভারতে বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘গত ১৮ মার্চ ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি করলেও ইসরায়েল তা ভঙ্গ করেছে। সেখানে মানবতাকে পদদলিত হয়েছে। ইসরায়েল একটি বিষফোঁড়া। তাই তাদের টুঁটি চেপে ধরতে হবে। অপরদিকে মুসলিমদের অধিকার খর্ব করতে ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াকফ বিল পাস করা হয়েছে। সমালোচনার মুখে গতকাল তা স্থগিত করেছে দেশটির আদালত। আমরা বলি, তা শুধু স্থগিতই না তা বাতিল করতে হবে।’

জমিয়ত ছাড়াও ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ ও ‘বাংলাদেশ মৌলিক দল’ নামে দুটি সংগঠন একই দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 

/এমকে/ইউএস/
সম্পর্কিত
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল