নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার (২১ মে) রাজধানীর নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ অনুযায়ী গঠিত, যা সে সময় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। এতদ্বসত্ত্বেও, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে।
আখতার হোসেন বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার সুপারিশও তারা (ইসি) নাকচ করেছে। তাই এই কমিশনের ওপর কোনও আস্থা রাখা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন আরও বলেন, জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলার নজির টেনে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অবৈধ নির্বাচনে অংশগ্রহণকারী অনেকে আদালতের দ্বারস্থ হয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি করছেন।
এই সংকট নিরসনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান আখতার হোসেন।
তিনি ঘোষণা দেন, এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বুধবার (২১ মে) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।