বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিগত ১৬ বছর ধরে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ভোটের মাধ্যমে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। ১০ মাস পরে এ নিয়ে অস্পষ্টতা থাকবে কেন। অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনও সংস্কার করতে পারেন নাই।
বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক নিজের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ করে সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন ঘেরাও করছেন, নির্বাচন কমিশন নাকি পুনর্গঠন করতে হবে। আমরা বলেছি, হাসিনার জামানার আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সে আইনের পরিবর্তন দরকার। আমরা ঐক্যমত কমিশনে সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হচ্ছে কেন! কারণ নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়কে সম্মান দিয়েছিল বলেই। এখন ইশরাক যেন শপথ গ্রহণ করতে না পারে পক্ষপাতদুষ্ট হিসেবে সেটাকে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, গত ছয় মাস ধরে নির্বাচন কমিশনকে কোনও কিছু বললেন না। তার মানে সরকার ও আপনাদের চারপাশে যারা আছেন, আপনাদের দিকে মতামত দিলেই নির্বাচন কমিশন ঠিক রাস্তায় আছেন।
তিনি বলেন, একটা মব সন্ত্রাস করে, ভায়োলেন্স করে গোটা জায়গাটাকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। আগে সামাজিক নৈরাজ্যের জায়গায় এখন রাজনৈতিক নৈরাজ্যের মদদ যোগানো হচ্ছে। এই নৈরাজ্য যদি সরকার চলতে দেয়, কোথায় তারা শেষ করবেন আমি জানি না। আমি ১০ মাস পর বলতে পারছি না, বিচার কখন দৃশ্যমান হবে, সংস্কার কবে হবে সরকারও পরিষ্কার করে বলতে পারছেন না, রাজনৈতিক দলও বলতে পারছে না।
তিনি বলেন, অভ্যুত্থানের অর্জনকে এখনও ধরে রাখার সুযোগ আছে। আমি এখনও আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।