X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুন ২০২০, ২৩:০০আপডেট : ৩০ জুন ২০২০, ২৩:১০

সমঝোতা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালি ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কর্মকর্তারা ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের পণ্য এখন থেকে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডট বিডি’তে কিনতে পারবেন গ্রাহকরা। এর মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, এসি, ওভেনসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য। এক্ষেত্রে থাকছে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় অফার। মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজধানীর বারিধারায় ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে ইভ্যালির সঙ্গে প্রতিষ্ঠানটির সমঝোতা চুক্তি (এমওইউ) হয়। এতে স্বাক্ষর করেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সানাউল্লাহ শহীদ।

চুক্তি অনুযায়ী অনুমোদিত অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ইভ্যালিতে বিক্রি হবে ইলেক্ট্রা ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। গ্রাহকদের জন্য ওয়ারেন্টি ও অন্যান্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল।

ইভ্যালির এমডি ও সিইও মোহাম্মদ রাসেল বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে হোম অ্যাপ্লায়েন্সের মতো হেভিওয়েট পণ্য বিক্রি অনেক কমে গিয়েছিল। তবে ই-কমার্সের কল্যাণে এখন তা বৃদ্ধি পেয়েছে। গ্রাহকেরা ঘরে বসেই এ ধরনের জরুরি পণ্য অর্ডার করে ডেলিভারি বুঝে পাচ্ছেন। ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের পণ্যগুলো ইভ্যালির স্টককে আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করছি, ইভ্যালির ২৫ লাখের বেশি নিবন্ধিত গ্রাহকদের মধ্য থেকে ইলেক্ট্রা আশানুরূপ অর্ডার পাবে ‘

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন হেড অব বিজনেস সিরাজুল ইসলাম রানা, বিজনেস লিড আবু তাহের সাদ্দাম, হেড অব ক্যাম দেবাকর দে শুভ এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সুফিয়ান মুরাদ রব্বান, বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান মোবারক হোসেন ও সহকারী ব্যবস্থাপক (করপোরেট সেলস) দেবাশিষ কুমার।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ