X
সোমবার, ১৫ আগস্ট ২০২২
৩১ শ্রাবণ ১৪২৯

‘নগদ’-এ দেওয়া যাবে মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল

প্রেস রিলিজ
০৫ জুলাই ২০২২, ১৬:৪৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:৩৪

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও মাস্টারকার্ড যৌথভাবে ক্রেডিট কার্ড বিল প্রদান সুবিধা চালু করেছে। এর ফলে এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে বাংলাদেশে ইস্যু হওয়া যেকোনও মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল ‘নগদ’ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যাবে। মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান। এছাড়া ছিলেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।

মাস্টারকার্ডের ‘মানিসেন্ড’ প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে ‘নগদ’ অ্যাপকে সংযুক্ত করায় ব্যবহারকারীরা যেকোনও বাংলাদেশি ব্যাংকের ইস্যু করা মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল ‘নগদ’ অ্যাপ থেকে দিতে পারবেন।

এই সেবার ফলে ‘নগদ’ গ্রাহক এবং মাস্টারকার্ডের কার্ডহোল্ডাররা ‘নগদ’ অ্যাপে তাদের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ‘নগদ’-এর ‘বিল পে’ অপশনে গিয়ে যেকোনও পরিমাণের বিল দিতে পারবেন। প্রতিবার বিল দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের বারবার নিজেদের কার্ডের তথ্য দিতে হবে না। বাংলাদেশে ইস্যুকৃত যেকোনও ব্যাংকের মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডাররা কেবল দেশের ভেতরে লেনদেনের জন্য এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্তি এখন মানুষের জীবনকে সহজ করেছে। ‘নগদ’-এর মাধ্যমে মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এখন থেকে সাউথইস্ট ব্যাংকের সহযোগিতায় বিল দিতে পারবেন। এর মাধ্যমে মানুষের সময় ও অর্থ বাঁচবে, মানুষের জীবন সহজ হবে।’  

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘মাস্টারকার্ড ও সাউথইস্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন। কারণ, এর ফলে আমাদের গ্রাহকরা যেকোনও জায়গা থেকে নিজের সুবিধামতো মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন।’

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘নগদ’ ও সাউথইস্ট ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব মোবাইল ফাইন্যান্সিয়াল খাতে আমাদের সংযুক্তির পথে আরেকটি মাইলফলক হয়ে থাকলো।’

চুক্তির বিষয়ে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বলেন, ‘এসইবিএল দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে চায়। বাংলাদেশকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছি আমরা। সেই সঙ্গে আজকের এই অংশীদারিত্ব আমাদের লক্ষ্যকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

 

/আরকে/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা: বিআরটি’র এমডি
ক্রেন থেকে গার্ডার পড়ে নিহত ৪যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা: বিআরটি’র এমডি
‘দেশের সব মেগা প্রকল্প শেষের পথে, এরপর আয় আসবে’
‘দেশের সব মেগা প্রকল্প শেষের পথে, এরপর আয় আসবে’
দুর্নীতির মামলায় সু চির আরও ছয় বছরের কারাদণ্ড
দুর্নীতির মামলায় সু চির আরও ছয় বছরের কারাদণ্ড
২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯
২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯
এ বিভাগের সর্বশেষ
সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা
সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা
৫ ক্যাটাগরিতে ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড পেলো ‘নগদ’
৫ ক্যাটাগরিতে ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড পেলো ‘নগদ’
‘বিকাশ’ অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে গার্ডিয়ান লাইফের ইন্স্যুরেন্স  
‘বিকাশ’ অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে গার্ডিয়ান লাইফের ইন্স্যুরেন্স  
বাংলাদেশ ইউনিভার্সিটিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশ ইউনিভার্সিটিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিলো ফ্রেশ টিস্যু
ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিলো ফ্রেশ টিস্যু