X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করতে প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুলাই ২০২২, ১৬:১৯আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৬:১৯

‘অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন’ আমেরিকান অ্যাম্বাসির ইএমকে সেন্টারের সহযোগিতায় প্রতিবন্ধী নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে। ২৫-৩০ জুলাই তিন দিনব্যাপী দেশের সাত বিভাগের ১৭ জেলার বাছাইকৃত ৫০ জন প্রতিবন্ধী নারী উদ্যোক্তাকে দুইটি ব্যাচে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ‘প্রযুক্তির সুযোগ গ্রহণের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অবস্থার পরিবর্তন ঘটানোর সময় এসেছে। অ্যাকসেস বাংলাদেশ সেই উদ্ভাবনী উদ্যোগটিই গ্রহণ করেছে, যা অত্যন্ত সময়োপযোগী। এ উদ্যোগে আমরা সহযোগিতা অব্যাহত রাখবো।’

প্রশক্ষিণে অংশগ্রহণকারী অতিথিরা বিশেষ অতিথি ছিলেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, ‘প্রতিবন্ধী নারী উদ্যোক্তাদের সুপ্ত প্রতিভাকে সামনে তুলে ধরতে হবে, যাতে তাদের সক্ষমতা সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তন ঘটে। অ্যাকসেস বাংলাদেশের এই সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাই।’

দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এটুআই’র হেড অব সোশ্যাল ইনোভেশন অ্যান্ড অপারেশন ক্লাস্টার মানিক মাহমুদ। তিনি বলেন, উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশ সরকার কাজ করছে। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনকে এ উদ্যোগ আরও বড় পরিসরে গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এ ক্ষেত্রে এটুআই অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে একযোগে কাজ করবে।’

বিশেষ অতিথি হিসেবে উই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘প্রতিবন্ধী নারী উদ্যোক্তারা যাতে সহজে উই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সে জন্য তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর প্রোগ্রাম কোর্ডিনেটর নাজরানা ইয়াসমিন হিরা বলেন, ‘সহযোগিতা পেলে প্রতিবন্ধী নারী উদ্যোক্তারাও স্বাবলম্বী হতে পারেন।’

প্রশিক্ষণে ‘একশপ’, ‘দারাজ’ ও ‘উই’-এ প্রতিবন্ধী নারী উদ্যোক্তারা কীভাবে যুক্ত হতে পারেন সে বিষয়ে এটুআই থেকে ইফফাত জাহান পিথিয়া, দারাজ থেকে সিনিয়র ম্যানেজার আহসান জামিল, সিনিয়র এক্সিকিউটিভ মাসিউর রহমান, সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট করপোরেট অ্যাফেয়ার্স ও এক্সিকিউটিভ একুইজিশন (কমার্শিয়াল) মো. ইব্রাহিম খলিল ঢালী এবং উই থেকে ওয়ার্কিং কমিটির ডিরেক্টর ডা. সালমা পারভীন বিস্তারিত উপস্থাপন করেন। এছাড়া প্রশিক্ষণে অন্য রিসোর্স পারসনদের মধ্যে ছিলেন– মো. মনোয়ারুল ইসলাম মামুন, লিটন বারুরী ও মো. সোহেল রানা।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, ‘প্রতিবন্ধী নারী উদ্যোক্তাদের চলার পথে অন্যতম প্রতিবন্ধকতা হলো তাদের পণ্য বিক্রি না হওয়া, আর্থিক সমস্যার কারণে দোকান ভাড়া নিয়ে ব্যবসা চালাতে না পারা, আধুনিক বিক্রয় কৌশল না জানা ইত্যাদি। তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করে এসব সমস্যার সমাধান করতেই এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সারা দেশ থেকে ৫০ জন প্রতিবন্ধী নারী উদ্যোক্তাকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। তাদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। সেখানে তারা নিজেদের অভিজ্ঞতা, শিখন বিষয়ে তথ্য বিনিময় করতে পারবেন। ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তারা ই-কমার্সে যুক্ত হতে পারবেন। এই উদ্যোগকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করতে আমাদের পরিকল্পনা রয়েছে– যা বাস্তবায়নে দাতা সংস্থা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতা প্রয়োজন।’

সংস্থার চেয়ারপারসন মহুয়া পাল প্রতিবন্ধী নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘তাদের সামনে প্রতিবন্ধকতা থাকবে কিন্ত থেমে গেলে চলবে না। নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে।’

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার