উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইউজ অব কন্সট্রাকশন কেমিক্যাল ইন ডিউরেবল কনক্রিট’ শীর্ষক সেমিনার। শুক্রবার (১৩ অক্টোবর) উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস (প্লট- ৫, ধউর রোড, তুরাগ, উত্তরা, ঢাকা) মিলনায়তনে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা কংক্রিট অ্যাডমিক্সারস্, গ্রাউটস, ইপোক্সি অ্যাঙ্করিং, বন্ডিং এজেন্ট, রাস্ট প্রিভেনশন, হিট প্রুফ কোটিং, ফ্লোর ট্রিটমেন্ট, ওয়াটার লিকেজ ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করেছেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. নুরুল আলম খান; উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
এ ছাড়াও এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম।