X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী কিংসের আর্ম ব্যান্ড পেলেন ড্যারেন স্যামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ০২:৩২আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০২:৪৩

রাজশাহী কিংসের অধিনায়কত্ব পেলেন ড্যারেন স্যামি

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। এর মধ্যেও থেমে নেই বিপিএলের দলগুলোর কার্যক্রম। সর্বশেষ খবর, বিপিএলের অন্যতম ফেভারিট দল রাজশাহী কিংস নেতৃত্বের আর্ম ব্যান্ড তুলে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামির হাতে। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর।

গত আসরে না খেললেও এবার মালিকানা বদলে বিপিএল মাতাতে আসছে রাজশাহী। এবার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিক ম্যাঙ্গো এন্টারটেইনম্যান্ট। পাল্টেছে দলটির নামও। এবারে দলটির নাম রাজশাহী কিংস। আর রাজশাহী কিংসকে নেতৃত্ব দিবেন টি-টোয়েন্টিতে অন্যতম নির্ভরযোগ্য খোলোয়াড় ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। গত বিপিএলে তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে।

বৃহস্পতিবার রাতে হোটেল ওয়েস্টিনে হয়ে গেছে রাজশাহী কিংসের লোগো ও জার্সি উন্মোচন। জমকালো এক অনুষ্ঠানে ক্রিকেটার ছাড়াও ছিলেন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

দলটির কোচ হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্থানীয় কোচ সারোয়ার ইমরান। গতবার তিনি সিলেট সুপার স্টার্সের কোচিংয়ের দায়িত্বে ছিলেন।

রাজশাহী কিংসের জমকালো অনুস্ঠানে জার্সি উন্মোচন

অনুষ্ঠানে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে সাব্বিরকে দলে ভিড়িয়েছিলো রাজশাহী কিংস। নিজ শহরের হয়ে খেলার সুযোগ পাওয়ায় রোমাঞ্চিত সাব্বির, রাজশাহীকে শিরোপা এনে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

অনুষ্ঠানে অন্য ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মুমিনুল হক সৌরভ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, ফরহাদ রেজা, রনি তালুকদার, সালমান হোসেন, নাজমুল হক অপু, রকিবুল হাসান ও আবুল হাসান রাজু। রাজশাহী কিংসের জার্সি পড়ে মডেলদের সঙ্গে দলের সব খেলোয়াড়ও ক্যাটওয়াকে অংশ নেন।

রাজশাহী কিংস:

দেশি ক্রিকেটার: সাব্বির রহমান রুম্মন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সাদমান হোসেন, এবাদত হোসেন।

বিদেশি ক্রিকেটার: ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সামি (পাকিস্তান), মিলান্ডা শ্রীবর্ধনা (শ্রীলঙ্কা), উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা), সামিট প্যাটেল (ইংল্যান্ড)।

/আরআই/টিএন/

আরও পড়ুন: নিজেদের ফেভারিট মানছেন না মাশরাফি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র