X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শেষবেলার পাঁচ ইংলিশ উইকেট জমিয়ে দিয়েছে ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২০, ০১:৪২আপডেট : ১২ জুলাই ২০২০, ০১:৪৯

গ্যাব্রিয়েল ৩-৬২। ছবি: আইসিসি তিন উইকেটে ২৪৯ থেকে ৮ উইকেটে ২৭৯-৩০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চতুর্থ দিনের বিকেলে নিজেদের অবস্থাটা একটু খারাপ করে ফেলেছে ইংল্যান্ড। তা নাহলে বলে দেওয়া যেতো টেস্টটা একেবারেই ঝুঁকে আছে স্বাগতিকদের দিকে। ১৭০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড, শেষ দুই উইকেট নিয়ে আর ১০-১২টি রান যোগ করতে পারলেও শেষদিনে রোমাঞ্চ ছড়াবে এজিয়্যাস বোল। পঞ্চম দিন, চতুর্থ ইনিংস- কোনও দলের পক্ষেই প্রায় ২০০ রানের লক্ষ্য ছোঁয়া সহজ নয়।

অধিনায়কদের লড়াইটা ভালোই চলছে। আবারও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তবে তার আগে স্টোকস করে গেছেন ৪৬ রান এবং জ্যাক ক্রলির সঙ্গে তার জুটিটা ম্যাচটা কেড়েই নিয়ে যাচ্ছিল প্রায়। শেই হোপের হাতের ক্যাচ বানিয়ে স্টোকস আউট করে সর্বোচ্চ ৯৮ রানের জুটি ভেঙেছেন হোল্ডার। চার রান পরই আলজারি জোসেফ সর্বোচ্চ ৭৬ রান করা ক্রলিকে কট ও বোল্ড করেন, ১২ রান পর জস বাটলারকে বোল্ড। ডম বেস ও ওলি পোপ বোল্ড শ্যানন গ্যাব্রিয়েলের পেসে। দিনের শেষ দুটি ওভার কাটিয়ে দিয়েছেন জফরা আর্চার ও  মার্ক উড।

পিচে এরইমধ্যে অসমান বাউন্স দেখা যাচ্ছে, বিশেষ করে একটি প্রান্তে। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজকে হয়তো পরীক্ষাই দিতে হবে রবিবার। তারপরও বলতে হবে চারদিনে ধরেই সফরকারীরা লড়াই করেছে এবং এখনও ম্যাচটি হাত থেকে ছুটে যেতে দেয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০৪ ( হোল্ডার ৬-৪২, গ্যাব্রিয়েল ৪-৬২) ও ২৮৪-৮ (ক্রলি ৭৬, সিবলি ৫০ স্টোকস ৪৬, গ্যাব্রিয়েল ৩-৬২, জোসেফ ২-৪০, চেজ ২-৭১), ওয়েস্ট ইন্ডিজ: ৩১৮।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?