X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে খুলনা-ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৩:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৪:০৬

 

মুশফিকের ঢাকার বিপক্ষে সন্ধ্যায় নামছে মাহমুদউল্লাহর খুলনা। হারের বৃত্ত থেকে বের হতে সন্ধ্যায় মাঠে নামছে জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফেবারিট দুটি দল এই মুহূর্তে হারের বৃত্তেই আটকে আছে। সোমবার তাই দুটি দলই চাইবে জয়ে রথে ফিরতে।

সাকিব আল হাসান-মাহমুদউল্লাহকে নিয়ে বিগ বাজেটের দল গড়েছিল খুলনা। কিন্তু বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে কষ্টকর জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে তারা। আগের তিন ম্যাচে সাকিব ও মাহমুদউল্লাহ একেবারেই নিষ্প্রভ ছিলেন। ইমরুল, এনামুলরা তো নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বারবার। বোলিংয়ে আল-আমিন, শফিউল, হাসান মাহমুদও নেই ছন্দে। সব মিলিয়ে আজ মাঠে ফল পেতে হলে দারুণ কিছু করতে হবে খুলনাকে। সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে খুলনার প্রতিপক্ষ ঢাকা। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে আছে খুলনা।

এদিকে দুই হারে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে ঢাকা। খুলনার মতো তারাও দলগত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে। অধিনায়ক মুশফিকসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন দলটিতে। এছাড়া যুব বিশ্বকাপজয়ী দলের আকবর, শাহাদাতও আছেন। কেউই আসলে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি। সবমিলিয়ে তাই ব্যর্থতার শৃঙ্খলে আটকে আছে মুশফিকের ঢাকা।

শৃঙ্খল ভাঙতে হলে দলগত পারফরম্যান্সের বিকল্প নেই।তবে  তারকাবহুল দুই দলের লড়াই যে জমজমাট হবে, এমনটা প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম। 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা