X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেডারেশন কাপ ফুটবল পিছিয়েছে তিন দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ২০:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২০:৫৩

সালাম মুর্শেদী, লিগ কমিটির সভায়                              -বাফুফে আগামী ১৯ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি ক্লাবের অনুরোধে তা তিন দিন পিছিয়ে এখন ২২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। এর আগে অবশ্য ১৫ ডিসেম্বরের মধ্যে দলবদল শেষ হবে।

শনিবার পেশাদার লিগ কমিটির সভা শেষে এটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এর আগে ফেডারেশন কাপ ১৯ ডিসেম্বরে শুরুর কথা আমরা আপনাদের জানিয়েছিলাম। কিন্তু জাতীয় দল, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ২২ ডিসেম্বর ফেডারেশন কাপের খেলা শুরু হবে।’

ফেডারেশন কাপের পর পরই শুরু হবে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ। তবে এবার করোনাভাইরাসের কারণে ভেন্যু কমিয়ে আনা হবে। সংক্ষিপ্ত তালিকা করা হচ্ছে। সালাম মুর্শেদী বলেছেন, ‘পেশাদার লিগের মাঠগুলো পরিদর্শন করেছি। ৮টি মাঠ। যে মাঠগুলোতে খেলবো সেগুলোর একটা সংক্ষিপ্ত তালিকা করেছি। আর্মি স্টেডিয়াম, নরসিংদী, টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লা স্টেডিয়াম নির্ধারিত হয়েছে। গোপালগঞ্জও আছে। কিন্তু যেহেতু কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ আসছে, তো এই শীতে কী অবস্থা দাঁড়াবে, সেটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। লিগ খেলতে গিয়ে ক্লাবগুলোর সেখানে গিয়ে থাকা-খাওয়া, যোগাযোগ যথাযথ হবে কি না, সেটা দেখা হবে।’

আগামী বছর এএফসি কাপে খেলবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। সবশেষ লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ধরে তাদের নাম এএফসিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক’দিন আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবেক সভাপতি ও তারকা ফুটবলার বাদল রায়। এছাড়া প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তাদের মৃত্যুতে শোক প্রস্তাব পাস হয়েছে লিগ কমিটির সভায়।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
‘দৃষ্টান্তমূলক শাস্তি হলে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ হতো’
‘দৃষ্টান্তমূলক শাস্তি হলে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ হতো’
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির