X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

ক্রীড়াঙ্গন আধুনিকীকরণে শেখ কামাল এককভাবে কাজ করেছেন: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ২০:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২০:৪৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (৫ আগস্ট)। দিনটিকে স্মরণ করতে তার হাতে প্রতিষ্ঠিত দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড নানান আয়োজন রেখেছে। এর মধ্যে বিকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর আলোচনায় অংশ নেন ক্লাবটির কর্মকর্তারা। সেখানে ক্রীড়াঙ্গন আধুনিকীকরণে শেখ কামালের নানান অবদান তুলে ধরেন আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে শেখ কামালের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। সেখানে বঙ্গবন্ধুপুত্রের জীবনী তুলে ধরে নানান দিক নিয়ে আলোচনা করেন তার সহপাঠী ও ক্রীড়া ব্যক্তিত্বরা।

ভার্চুয়াল সভা পরিচালনা করার শুরুতে কাজী নাবিল আহমেদ বলেন, ‘আজ আমাদের (আবাহনী) প্রতিষ্ঠাতার জন্মদিন। ১৯৭২ সালে আবাহনী যাত্রা করেছিল। আবাহনী একটি নাম ও প্রতীক। আবাহনী ক্রীড়াচক্র বাংলাদেশের ফুটবলে নিয়ে এসেছিল নতুন এক আবাহন। আমাদের ক্রীড়াঙ্গন আধুনিকীরণ করার জন্য শেখ কামাল এককভাবে কাজ করে গেছেন। বাংলাদেশের ফুটবল, ক্রিকেট ও হকিসহ সকল ডিসিপ্লিনে।’

শেখ কামালকে ক্ষণজন্মা পুরুষ আখ্যায়িত করে কাজী নাবিল আরও বলেন, ‘তিনি একই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন। তার জীবনকাল অত্যন্ত স্বল্প। মাত্র ২৬ বছরের জীবনে তিনি এত কিছু করে গেছেন। তিনি পূর্ণ জীবন পেলে কত কিছুই না করতে পারতেন। যা থেকে আবাহনী ও জাতি বঞ্চিত হলো।’

আবাহনী লিমিটেড সব ধরনের খেলায় সমান অবদান রেখে চলেছে উল্লেখ করেন কাজী নাবিল। তিনি বলেন, ‘আমরা এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শেখ কামালকে। আমার শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৫ আগস্টের সব শহীদকে। যাদের আমরা সেদিন হারিয়েছিলাম। আমাদের আবাহনী ক্রীড়াচক্র সবসময় একটি ক্লাব ও প্রতিষ্ঠান বাংলাদেশের ফুটবল, ক্রিকেট ও হকির সব ক্ষেত্রে সাফল্যের চিহ্ন বজায় রেখে চলেছে। আমরা সব ডিসিপ্লিনে একই সঙ্গে কাজ করছি।’

এই বছর আবাহনীর সাফল্য কম নয়; তা তুলে ধরে কাজী নাবিল বলেছেন, ‘এই বছর আবাহনী লিমিটেড সাফল্যের স্বাক্ষর রাখতে পেরেছে। ফুটবলে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছি। প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা ক্লোজ লড়াই করেছি। প্রিমিয়ার ক্রিকেট লিগে চতুর্থ হয়েছি। মেয়েদের ক্রিকেটেও চতুর্থ ছিল। ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগ হকিতে রানার্সআপ হয়েছি। মেয়েদের টেবিল টেনিসে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছি।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার জন্য আবাহনী সমানভাবে অবদান রেখে চলেছে। তবে সবসময় যে চ্যাম্পিয়ন হওয়া যায় না সেটাও মনে করিয়ে দিলেন কাজী নাবিল, ‘আমরা প্রতি বছর সব দল গড়ে থাকি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। খেলার মাঠেই ডিসাইড হয় কে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হবে। প্রতি বছর সম্ভব হয় না চ্যাম্পিয়ন হওয়া। কারণ, অন্য সব শক্তিশালী দল থাকে। খেলার মাঠে প্রতিযোগিতা ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার জন্য আবাহনী অত্যন্ত সরবে প্রতিটি ডিসিপ্লিনে প্রতি বছর অংশগ্রহণ করে থাকে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ভূয়সী প্রশংসা করে কাজী নাবিল বলেছেন, ‘আমাদের আবাহনীর প্রতিষ্ঠাতার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা সবসময় আমাদের সাহস জুগিয়ে গেছেন আবাহনী লিমিটেডকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। কোনও খেলায় জিতলে তারা উৎসাহ দিয়েছেন। জিততে ব্যর্থ হলে আবার সাহস জুগিয়েছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।’

এই দীর্ঘ সময়ে আবাহনীর অনেকেই ইহলোক ছেড়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মকর্তা বলেছেন, ‘আমরা গত কয়েক বছরে প্রতিষ্ঠাকালীন অনেক সদস্যকে হারিয়েছি। ইতোমধ্যে আবাহনীর যত বয়স বাড়ছে প্রতিষ্ঠাতা সদস্যদের সংখ্যা কমে আসছে। পরিচালকমণ্ডলীর অনেককে হারিয়েছি। সংগঠক, খেলোয়াড় ও কোচদেরও হারিয়েছি।’

এই বছর আবাহনী প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। বছর শেষে হতে যাচ্ছে বড় অনুষ্ঠানও। কাজী নাবিল ঘোষণা দেন, ‘কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী নভেম্বর-ডিসেম্বরে মাসে একটি বড় আয়োজনে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ইতিহাস তুলে ধরে প্রকাশনার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আবাহনীর যারা প্রাণ তাদের সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি পালন করতে পারবো। এরই মাধ্যমে শেখ কামালকে প্রকৃতভাবে স্মরণ করতে পারবো।’

/টিএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখতেন কাজী শাহেদ আহমেদ
দোয়া মাহফিলে স্মৃতিচারণনিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
৭১ ও ৭৫-এর পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করছে: এমপি কাজী নাবিল
সর্বশেষ খবর
ঢাবির এক অধ্যাপকের পদানবতি, ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
ঢাবির এক অধ্যাপকের পদানবতি, ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
৮ মাসে ধর্ষণের শিকার ৪৯৩ কন্যাশিশু, যৌন হয়রানির শিকার ৩২৯ জন
৮ মাসে ধর্ষণের শিকার ৪৯৩ কন্যাশিশু, যৌন হয়রানির শিকার ৩২৯ জন
সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি: কৃষিমন্ত্রী
সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি: কৃষিমন্ত্রী
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তামিমকে বিশ্বকাপে পাঠাতে আইনি নোটিশ
হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তামিমকে বিশ্বকাপে পাঠাতে আইনি নোটিশ
যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
মোবাইল ইন্টারনেটের দাম বাঁধা হবে তো?যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
৬ দিনে রিজার্ভ কমলো আরও ৩০ কোটি ডলার
৬ দিনে রিজার্ভ কমলো আরও ৩০ কোটি ডলার
 ‘বিবাহিত মেয়েদের দায়িত্ব স্বামীদের’, বিশ্ববিদ্যালয়ের না!
 ‘বিবাহিত মেয়েদের দায়িত্ব স্বামীদের’, বিশ্ববিদ্যালয়ের না!