আইসিসি ক্রিকেটার বিশ্বকাপের ট্রফি।
বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচের দুই দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। পাশে ইংলিশ কাপ্তান জশ বাটলার।
এবারের বিশ্বকাপের প্রথম ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো।
এবারের বিশ্বকাপের প্রথম উইকেট শিকারি কিউই পেসার ম্যাট হেনরি। ইংলিশ ওপেনার ডেভিড মালানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপে প্রথম হাফসেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের জো রুট। ৮৬ বলে ৭৭ রান করে আউট হন তিনি।
এবারের বিশ্বকাপে নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পেয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার স্যাম কারান। নিউজিল্যান্ডের উইল ইয়াংকে আউট করেছেন তিনি।
এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।
এবারের বিশ্বকাপে প্রথম দেড়শো রানের ইনিংস খেলেছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে। ১২১ বলে ১৫২ রানের মধ্যে ছিল ১৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।
ইংল্যান্ডের ৯ উইকেটে ২৮২ (৫০) রান তাড়া করতে নেমে ১ উইকেটে ৩৬.২ ওভারেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। দুই বাঁহাতি সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বক্যাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পরাজয় দিয়ে শুরু করলো নতুন আসর।