আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের একজন খুদে ভক্ত। তার হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘রশিদ স্যার, আপনার সঙ্গে সেলফি তুলতে স্কুলে না গিয়ে গ্যালারিতে এসেছি। দয়া করে আমার ইচ্ছে পূরণ করুন।’ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের চিত্র।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের অনেকাংশ আফগান সমর্থকদের দখলে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে গ্যালারির ভিড়ের মাঝে গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করেছেন একজন দর্শক। তার প্ল্যাকার্ডে লেখা, ‘যুদ্ধ নয়, শান্তি।’
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের একজন ভক্ত। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন তিনি। হায়দরাবাদের এক তরুণ প্রিয় ক্রিকেটারের ছবি সংবলিত প্ল্যাকার্ড উঁচু করে ধরেছেন। তাতে লেখা, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন। কেন মামা, আমরা হায়দরাবাদিরা আপনাকে মিস করছি।’ হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের চিত্র।
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের প্রথম বল মাঠে গড়ানোর মুহূর্তে কানায় কানায় পূর্ণ একানা ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি।
বিরাট কোহলির এই ভক্ত প্রিয় খেলোয়াড়কে রাখেন অনেক উঁচুতে। তার উঁচু করে রাখা প্ল্যাকার্ডেই সেটি স্পষ্ট, ‘শচীন যদি ক্রিকেটের প্রভু হয়ে থাকেন তাহলে বিরাট হলেন ক্রিকেট প্রভুদের প্রভু।’ লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের চিত্র।
লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকেরা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তুলে ধরেছেন।
চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচ চলাকালে একজন সমর্থকের গালে দেখা যায় ভারত ও পাকিস্তানের পতাকা আঁকা।
চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাকিস্তানের এক সমর্থকের চোখে-মুখে হতাশা।