X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোপা লড়াইয়ে মুখোমুখি আবাহনী-রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৯, ২১:৫২আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৫২

জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে রূপগঞ্জ শেষ প্রান্তে এসে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চরম উত্তেজনা। সুপার লিগের আর  দুই রাউন্ড বাকি। তবে সব উত্তেজনা শেষ হয়ে যেতে পারে রবিবার। বিকেএসপিতে আবাহনীকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের। অন্যদিকে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে আবাহনীকে।  

১৪টি করে ম্যাচ খেলে রূপগঞ্জের ২৪ আর আবাহনীর ২২ পয়েন্ট। তবে নেট রান রেটে আবাহনী (০.৮২৫) এগিয়ে আছে রূপগঞ্জের (০.৬০৪) চেয়ে। সুপার লিগের বাকি চার দলের শিরোপার আশা শেষ।

লিগ শেষে দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের হিসাব। সেটাও সমান হলে নেট রান রেটে এগিয়ে থাকা দলের হাতে ‍উঠবে শিরোপা। আগামী মঙ্গলবার শেষ রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আর রূপগঞ্জ খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ রবিবার জিতে শিরোপা ‍উৎসবে মেতে উঠতে চান। জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার বলেছেন, ‘আবাহনী নিঃসন্দেহে ভালো দল। তবে আমাদের দলও অনেক ভালো খেলছে। আমাদের বিপক্ষে কে খেলছে তা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা শুধু নিজেদের সেরাটা দিয়ে কালকের ম্যাচটা জিততে চাই।’

শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে আবাহনীকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ মিরপুরে খেলার সুযোগ না পেয়ে আফতাব কিছুটা হতাশ, ‘আমরা এক নম্বর দল হিসেবে সুপার লিগে উঠেছি। আশা করেছিলাম, মিরপুরে আরও বেশি ম্যাচ পাবো। জানি না কী কারণে ম্যাচটি বিকেএসপিতে দেওয়া হয়েছে। তবে যেখানেই হোক, আমরা তো খেলতে বাধ্য।’

রূপগঞ্জের চেয়ে পয়েন্টে পিছিয়ে থাকলেও কাগজে-কলমে এগিয়ে রাখতে হবে আবাহনীকে। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আট ক্রিকেটার মাশরাফি, মোসাদ্দেক, সাব্বির, মিঠুন, সাইফউদ্দিন, সৌম্য, মিরাজ ও রুবেলকে নিয়ে দারুণ শক্তিশালী তারা।

উইকেটকিপার-ব্যাটসম্যান মিঠুন অবশ্য নাম নয়, মাঠের পারফরম্যান্সে বিশ্বাসী। তার কথা, ‘আমরা ভালো অবস্থায় আছি, সবাই ভালো ফর্মে আছে। তবে রূপগঞ্জ ভালো দল। তাদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও তিনি আত্মবিশ্বাসী, ‘আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে ম্যাচটা জেতা সম্ভব। নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই আমরা জিততে পারবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি